1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এই চুক্তি অতীতের চুক্তির চেয়ে ভাল : ম. তামিম

১৭ জুন ২০১১

বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে সরকারের চুক্তিতে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন এতে দেশের স্বার্থ সংরক্ষণ হয়নি৷

https://p.dw.com/p/11cmN
আধুনিক অফশোর ড্রিলিং (ফাইল ফটো)ছবি: AP

কনোকো ফিলিপস বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকের যেসব স্থানে ভারত ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা বিরোধ নেই, সেখানে তেল-গ্যাস অনুসন্ধান করবে৷ তারা পেট্রোবাংলার অনুমোদন নিয়ে তাদের অংশের গ্যাস এলএনজি আকারে রপ্তানি করতে পারবে৷ তেল-গ্যাস রক্ষা কমিটির নেতা ড. আনু মুহাম্মদ বলেন, এর ফলে বাংলাদেশ বিপদে পড়বে৷ বাংলাদেশ তার জরুরি প্রয়োজনে গ্যাস পাবেনা৷ আর চুক্তির অনেক বিষয় দেশের মানুষের কাছে পরিষ্কার করা হয়নি৷

জ্বালানী বিশেষজ্ঞ ম. তামিম বলেন, আগের চুক্তিগুলোর চেয়ে এবারের চুক্তি ভাল৷ আগে শতভাগ রপ্তানির সুযোগ দেয়া হয়েছে৷ এবার সেখানে শতকরা ৮০ ভাগ রপ্তানির সুযোগ থাকছে৷

পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর বলেন, এই চুক্তি কোনভাবেই দেশের স্বার্থ বিরোধী নয়৷ কারণ, গভীর সমূদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে অনেক খরচ৷ আর একাজে সহজে কোন কোম্পানি রাজি হয়না৷

এদিকে চুক্তি সইয়ের পরপরই, গতকাল বিকেলে, তাৎক্ষনিকভাবে এর প্রতিবাদ জানিয়েছে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য