1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২২ নভেম্বর ২০১২

এতে করে দালাল ছাড়াই অনেক কম খরচে মালেয়েশিয়া যেতে পারবেন বাংলাদেশের শ্রমিকরা৷ প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাই সবাইকে আর ক'দিন ধৈর্য ধরতে বলেছেন৷ বলেছেন প্রতারকদের ফাঁদে পা না দিতে৷

https://p.dw.com/p/16nX6
ছবি: dapd

মালয়েশিয়ায় যেতে বাংলাদেশের শ্রমিকদের আগ্রহের কমতি নেই৷ তাই তাঁরা জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না৷ গত এক মাসে প্রতারকদের প্রলোভনের ফাঁদে দিয়ে অবৈধভাবে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার ডুবে প্রায় দুশো মানুষ নিখোঁজ হয়েছেন৷ আর মঙ্গবার রাতে আরো একটি ট্রলার ডুবির খবর পাওয়া গেছে৷ ঐ ট্রলারে মালয়েশিয়াগামী ৫০ জন যাত্রী ছিলেন৷ তাদের মধ্য এ পর্যন্ত ৪০ জনের খোঁজ পাওয়া গেছে৷ প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাই যাঁরা কাজের জন্য মালয়েশিয়া যেতে চান, তাঁদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছেন৷ বলেছেন প্রতারকদের প্রলোভনে ফাঁদে পা না দিতে৷ তিনি জানিয়েছেন, আগামী ২৬শে নভেম্বর মালয়েশিয়ার পুত্রজায়ায় বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির চুক্তি সই হবে৷ লোক পাঠানো হবে জানুয়ারি থেকে৷ দীর্ঘ চার বছর পর বাংলাদেশের জন্য মালয়েশিয়ায়র শ্রমবাজার যাবে খুলে৷

মন্ত্রী জানান, এবার দালালদের কোনো সুযোগ থাকবেনা৷ বাংলাদেশ সরকার সরাসরি জনশক্তি পাঠাবে৷ আর এর জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে৷ থাকবে জেলা কোটা৷ তবে প্রতারণার কোনো সুযোগই থাকবে না৷

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়া যেতে জন প্রতি খরচ পরবে মাত্র ৪০ হাজার টাকা৷ আর বেতন হবে সর্বনিম্ন ২৫ হাজার টাকা৷ তাঁদের থাকা খাওয়ার ব্যবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান করবে, থাকবে বীমা সুবিধাও৷ এছাড়া, মালয়েশিয়ার বিভিন্ন খাতে প্রায় পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকের চাহিদা আছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য