উহান ফেরত ভারতীয়রা সেনা ছাউনিতে
৩ ফেব্রুয়ারি ২০২০কেরালায় আরও একজন আক্রান্ত নিয়ে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন৷ সকলেই কেরালার৷ তিনজনই ছাত্র এবং কিছুদিন আগে উহান থেকে ফিরেছেন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কেরালার স্বাস্থ্যমন্ত্রী শৈলজা জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই৷ তিনজনের শারীরিক অবস্থা ঠিক আছে৷ এখনও পর্ষন্ত কেরলের বাইরে করোনা ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া না গেলেও, লোকের মধ্যে আতঙ্ক রয়েছে৷ দিল্লিতে মেট্রো রেলে ও রাস্তায় মাস্ক পরিহিতদের সংখ্যা বেড়েছে৷ কেরালার দুই জন করোনা ভাইরাস আক্রান্তের সঙ্গে একই বিমানে ভারতে ফিরেছিলেন কলকাতার এক ছাত্র৷ তিনিও সর্দি, কাশি নিয়ে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ মধ্য প্রদেশে একজন সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে এসেছিলেন। তাঁকে আলাদা করে রাখা হয়েছিল৷ সেখান থেকে তিনি বেপাত্তা হয়ে গিয়েছেন৷ ৷ ফলে সেখানে আতঙ্ক ছড়িয়েছে৷
উহান থেকে এয়ার ইন্ডিয়ায় বিমানে করে দু দফায় মোট ৬৫৪ জনকে দিল্লিতে নিয়ে আসা হয়েছে৷ তারপর তাঁদের মানেসরে সেনা ছাউনিতে ও দিল্লির ছাওলাতে ইন্দো টিবেটান বর্ডার পুলিশ বা আইটিবিপি-র শিবিরে রাখা হয়েছে৷
দীর্ঘদিন ধরে স্বাস্থ্যবিভাগের খবর করেন প্রবীণ সংবাদিক অবন্তিকা ঘোষ৷ ডয়চে ভেলেকে তিনি জানিয়েছেন, ''উহান থেকে যাঁদের নিয়ে আসা হয়েছে, তাঁদেরকে ৫০ জনের দল করে আলাদা রাখা হয়েছে৷ এক দলের সঙ্গে অন্য দলকে মিশতে দেওয়া হচ্ছে না৷ মানেসর ও ছাওলাতে রাখার কারণ, এক জায়গায় এতজনকে রাখা সম্ভব ছিল না৷ তাঁদের ১৪ দিন রেখে দেখা হবে, কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কি না৷ না হলে, তাঁদের ছেড়ে দেওয়া হবে৷''
অবশ্য উহান এবং চীন থেকে বেরিয়ে আসতে পেরে ভারতীয় ছাত্ররা এতটাই আনন্দিত যে, তাঁরা মানেসরে নাচ-গান করে থাকছেন৷ তাঁদের শেয়ার করা নাচগানের ভিডিও খুব কম সময়ের মধ্য়ে ভাইরাল হয়ে গিয়েছে৷ উহান থেকে বেরিয়ে এসে দেশে পৌঁছনোর পর তাঁরা এখন ভারমুক্ত৷ সাংবাদিক সুরেশ উপাধ্য়ায় ডয়চে ভেলেকে বলেছেন, ''করোনা নিয়ে অবশ্যই সাবধানে থাকতে হবে, তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই৷ কেবলমাত্র কেরলেই তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন৷ চীন থেকে আসা অনেককেই বিভিন্ন হাসপাতালে আলাদা করা রাখা হয়েছিল৷ কিন্তু তাঁদের রক্ত পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া যায়নি৷ কেরলে আক্রান্ত তিনজনের থেকেও আর নতুন করে কেউ আক্রান্ত হননি৷''
তবে ভারত সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে চীনের নাগরিকদের ই ভিসা বাতিল করেছে৷ এর আগে যে সব চীনা নাগরিককে ই ভিসা দেওয়া হয়েছে, সেগুলিও সাময়িকভাবে বাতিল করা হল বলে সরকারিভাবে জানানো হয়েছে৷
জিএউচ/কেএম (এনডিটিভি, বিজনেস টুডে)