উপাসনালয়ের ছবি বিভেদ ভুলিয়ে দেয়
৪ এপ্রিল ২০১৮রোম শহরে প্যান্থিয়ন, ইস্তানবুলে হাগিয়া সোফিয়া অথবা ভিয়েনা শহরের সিনাগগ – গির্জা, মসজিদ বা সিনাগগ – ভালো করে তাকালে তবেই বোঝা যায় ঠিক কী দেখা যাচ্ছে৷
ওলা কোলেমাইনেন প্রাচীন সব উপাসনালয়কেই মোটিফ হিসেবে বেছে নেন৷ উপযুক্ত পরিবেশ পেলে তবেই তিনি সে সবের ছবি তোলেন৷ তিনি বলেন, ‘‘প্রবেশ করার সময় উপযুক্ত আলোকসম্পাত চাই৷ আমি এক শক্তির খোঁজ করি৷ কিছু জায়গায় তা সহজেই পাওয়া যায়, অন্যান্য জায়গায় সেটা পাওয়া কঠিন৷ আবার সহজে পেলেও তা ক্যামেরাবন্দি করা কঠিন৷''
ওলা কোলেমাইনেন বার্লিনের ক্যাথিড্রালের ছবি তুলছেন৷ সেই লক্ষ্যে তিনি সঠিক মোটিফ, আদর্শ দাঁড়ানোর জায়গা ও আদর্শ আলো খুঁজছেন৷ ভিতরের অনবদ্য পরিবেশ ও মাত্রা ছবিতে ফুটিয়ে তোলাই আসল চ্যালেঞ্জ৷ ওলা বলেন, ‘‘আমি ছবিকে কয়েকটা ভাগে বিভক্ত করি৷ অর্থাৎ ভেঙে ফেলে আবার জোড়া দেই৷ কিন্তু সেটা নিখুঁত হয় না৷ নির্দিষ্ট দূরত্ব থেকে দেখলে দর্শকের ত্রিমাত্রিক উপলব্ধি হয়৷''
কোলেমাইনেন-এর শিল্পসৃষ্টি শুটিং-এর পর সৃষ্টি হয়৷ বার্লিনে নিজের স্টুডিওয় তিনি বিভিন্ন টুকরো জুড়ে বড় প্যানোরামা সৃষ্টি করেন৷ তিনি বলেন, ‘‘এ সবই ডিজিটাল পদ্ধতিতে করা সম্ভব৷ কিন্তু আমার অ্যানালগই পছন্দ৷ সঙ্গে হাইব্রিড সিস্টেম থাকে৷ স্থাপত্যের ছবি তোলা নয়, তাকে বিমূর্ত করাই আমার সৃষ্টির লক্ষ্য৷''
একটু দূরত্ব থেকে পর্যবেক্ষণ করলে ওলা কোলেমাইনেন-এর ছবিতে খ্রিষ্টান, ইহুদি ও মুসলিমদের উপাসনালয়গুলির মধ্যে মিল খুঁজে পাওয়া যায়৷
গ্যোনা কেটেলস