উদ্বেগ উৎকণ্ঠায় কাশ্মীরিদের বিষণ্ণ ঈদ
১২ আগস্ট ২০১৯অতীতে নানা ঝড়-ঝঞ্ঝার মধ্যে থাকলেও ঈদ ছিল আনন্দের, উল্লাসের৷ কিন্তু এখন কাশ্মীরিদের চোখে-মুখে উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক আর চাপা ক্ষোভ৷ অবরুদ্ধ উপত্যকায় এবার ঈদ এলো বিষণ্ণ চেহারায়৷ ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার বড় জমায়েতের ভয়ে শ্রীনগরের বেশিরভাগ মসজিদে ঈদের জামাতের অনুমতি দেয়নি সরকার৷
শুক্র ও শনিবার শহরের অনেক এলাকায় বিধিনিষেধ কিছুটা শিথিল করা হলে খানিকটা স্বস্তি ফিরেছিল সেখানে৷ গতকালও বিভিন্ন দোকানপাটে ভিড় করে মানুষ৷ কিন্তু বিকালের দিকে আবারো সব দোকানপাট বন্ধের নির্দেশ দেয় পুলিশ৷ ভীত-সন্ত্রস্ত মানুষ আবার ঘরে ফিরে যায়৷
এক বিবৃতিতে সরকারের পক্ষে দাবি করা হয়েছে, কাশ্মীর উপত্যকায় বড় পরিসরে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বারামুল্যাতে ১০ হাজার এবং বান্দিপোড়ায় পাঁচ হাজার মানুষ ঈদের নামাজে অংশ নিয়েছে৷ জম্মু ও কাশ্মীর পুলিশ তাদের ট্যুইটারে জানিয়েছে, কাশ্মীরে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন হচ্ছে৷ কেন্দ্রীয় সরকারের দেয়া বিভিন্ন ছবিতে শ্রীনগরের আশপাশের ছোট মসজিদগুলোতে স্থানীয়দের ঈদের নামাজ পড়তে দেখা গেছে৷
আটক সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিকেও কাছাকাছি মসজিদে নামাজ পড়ার অনুমতি দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন৷ এদিকে, ভারতের সুপ্রিম কোর্টে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদে কাশ্মীরকে দেওয়া ‘বিশেষ সুবিধা' বাতিলের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দল ন্যাশনাল কনফারেন্স৷
সরকারের পক্ষ দাবি করা হয়েছে, বিধিনিষেধের পরও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের সব ব্যবস্থা করেছে তারা৷ শ্রীনগরে বাড়ি বাড়ি ভ্যানে করে শাকসবজি, ডিম, মুরগীর মাংস এবং এলপিজি গ্যাস সিলিন্ডার পাঠানো হয়েছে বলেও জানানো হয়৷ আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগের স্বার্থে বিশেষ টেলিফোন বুথ বসানো হয়েছে বলেও সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে৷
পরিকল্পনা কমিশনের মুখ্য সচিব রোহিন কানসাল বলেন, ঈদ উপলক্ষে ‘‘আড়াই লক্ষেরও বেশি পশু প্রস্তুত রেখে আটটি স্থানে বাজার বসানো হয়েছে৷ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখা ছিল এবং ব্যাংকগুলোতে সবার বেতন-ভাতাদি দিতে প্রয়োজনীয় অর্থও পাঠানো হয়েছিল৷''
পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর
এদিকে, কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের সিদ্ধান্তকে আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি অবমূল্যায়ন হিসেবে চিহ্নিত করে ঘটনার তীব্র সমালোচনা করেছে চীন৷ দেশটির সঙ্গে উত্তেজনা প্রশমনে তিনদিনের সফরে চীন গেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর৷ রোববার তিনি চীনে পৌঁছেছেন৷ বৈঠকের বিষয়ে এখনো্ কোনো তথ্য পাওয়া যায়নি৷
কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে আসছে ভারত ও পাকিস্তান৷ দু্ই দেশেরই নিয়ন্ত্রণ রয়েছে এই ভূ-খণ্ডে৷ ১৯৪৭ সালে দেশভাগের পর থেকে এ বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে৷ গোটা কাশ্মীরের ৪৫ ভাগ রয়েছে ভারতের নিয়ন্ত্রণে, পাকিস্তানের নিয়ন্ত্রণে ৩৫ ভাগ এবং অবশিষ্ট ২০ ভাগ আছে চীনের দখলে৷
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেছেন, ‘‘চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চলকে ভারত তার প্রশাসনিক অধিভুক্ত করার বিষয়টি নিয়ে চীন বিরোধিতা করে আসছে৷''
তিনি আরো বলেন, নিজের দেশের আইনের পরিবর্তনের মধ্য দিয়ে ভারত চীনের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি আঙুল তুলেছে৷ ভারতের এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তিনি বলেন, এটির কোনো বৈধতা নেই৷
পাকিস্তানের প্রতি চীনের সমর্থন
পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশির চীন সফরের পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয়টি আলোচনায় এলো৷ পাক-চীন পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকের পর চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এ ঘটনায় পাকিস্তানের সমর্থন পাবে৷ শনিবার ইসলামাবাদও জানিয়েছে, বেইজিংয়ের সমর্থন নিয়ে কাশ্মীর ইস্যুটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তুলতে চায় দেশটি৷ এ বিষয়ে চীনের পূর্ণ সমর্থন আছে বলেও জানিয়েছেন পাক পররাষ্ট্রমন্ত্রী৷
কাশ্মীরে বিচ্ছিন্নতা ও সন্ত্রাসবাদ দমনে ‘বিশেষ মর্যাদা' প্রত্যাহার করা এবং নিজেদের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে সাজানোকে ‘অভ্যন্তরীণ বিষয়' বলছে ভারত৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কোনো মন্তব্য করে না এবং অন্য দেশের কাছে এটাই প্রত্যাশা করে তারা৷''
পারস্পরিক অবিশ্বাস
১৯৬২ সালে সীমান্ত যুদ্ধের পর থেকেই অবিশ্বাস দানা বেঁধেছে চীন এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে৷তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার নির্বাসনকে স্বাগত জানিয়েছে ভারত৷ অন্যদিকে, ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে বরাবরই ভালো সম্পর্ক রেখে চলেছে চীন৷
টিএম/এসিবি (এনডিটিভি, ডিডাব্লিউ)