উত্তরপ্রদেশে নাবালিকা ধর্ষণ, গ্রেপ্তার পুলিশ
৬ মে ২০২২উত্তরপ্রদেশের ললিতপুরে চলতি সপ্তাহে এঘটনা ঘটেছে। অভিযোগ, ১৩ বছরের মেয়েটিকে ললিতপুর থেকে অপহরণ করে পার্শ্ববর্তী একটি শহরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে একটি ঘরে আটকে রাখা হয়। চার যুবক লাগাতার তাকে ধর্ষণ করে কয়েকদিন ধরে। এরপর ওই যুবকরা তাকে ফের ললিতপুর পুলিশ স্টেশনের কাছে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।
পুলিশ স্টেশন থেকেই তাকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পরের দিন কাকিমাকে সঙ্গে নিয়ে ফের ওই পুলিশ স্টেশনে যায় মেয়েটি। অভিযোগ, সেখানে তাকে একটি ঘরে ঢুকিয়ে কাকিমার সামনেই ফের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর অভিযুক্ত পুলিশ অফিসারও পালিয়ে যায়। ওই অফিসার থানার দায়িত্বে ছিলেন।
ঘটনাটি জানাজানি হওয়ার পরে উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি টিম তৈরি হয়। তারা জানান, যেভাবেই হোক ওই পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হবে। মোট ছয়জন ব্যক্তির নামে এফআইআর দায়ের করা হয়। যার মধ্যে মেয়েটির কাকিমার নামও আছে।
ওই দিন থানায় উপস্থিত ২৯ জন পুলিশ কর্মচারীকে ছুটিতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত এক পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্যক্তি সম্পর্কে সমস্ত তথ্য এখনো দেওয়া হয়নি। তবে সূত্র জানিয়েছে, অভিযুক্ত অফিসারকেই গ্রেপ্তার করা হয়েছে।
১৩ বছরের মেয়েটি দলিত। ঘটনাটি ফের সমাজের কালো দিকটির ছবিই সামনে নিয়ে এসেছে। কংগ্রেসনেত্রী প্রিয়ঙ্কা গান্ধী জানিয়েছেন, যদি পুলিশ স্টেশনও সুরক্ষিত না হয়, তাহলে মানুষ অভিযোগ জানাতে কোথায় যাবে?
উত্তরপ্রদেশের এই ঘটনাটি গোটা দেশে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে।
এসজি/জিএইচ (পিটিআই)