1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাবালিকা ধর্ষণ, তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার

১১ এপ্রিল ২০২২

হাঁসখালিতে নাবালিকাকে ধর্ষণ করার পর মৃত্যুর অভিযোগ নিয়ে মামলা গেল হাইকোর্টে। তৃণমূল নেতার ছেলে গ্রেপ্তার। নেতা পলাতক।

https://p.dw.com/p/49klN
হাঁসখালির শ্যামনগরের ছবি। ছবি: Subrata Goswami/DW

নাবালিকা প্রেমিকাকে জন্মদিনের পার্টিতে ডেকেছিল তৃণমূল নেতার ছেলে। সেখানেই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, অত্যন্ত বেশি রক্তপাত হওয়ায় নাবালিকা মারা যায়। তারপর দ্রুত সেই নাবালিকার মৃতদেহ পুড়িয়ে দেয়া হয়। কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। এবার সেই জনস্বার্থ মামলার শুনানি হবে।

Indien Kolkata Oberster Gerichtshof
হাঁসখালি নিয়ে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। ছবি: Satyajit Shaw /DW

কার বিরুদ্ধে অভিযোগ?

ঘটনাটি ঘটেছে, নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। অভিযোগ, গাজনা গ্রাম পঞ্চায়েতের সদস্য সমর গয়ালির ছেলে ব্রজগোপাল এই কাণ্ড করেছে। তারই জন্মদিনের পার্টিতে নাবালিকা গিয়েছিল। পরিবারের দাবি, ধর্ষণের পর অতিরিক্ত রক্তপাতের ফলে নাবালিকা মারা গেছেন।

ব্রজগোপালকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে সমর গয়ালি পলাতক। সমরের ভাগ্নেকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। তাকে ছেড়ে দেয়া হয়েছে।

Indien Westbengalen Hanskhali Vergewaltigung
ব্রজগোপালকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: Subrata Goswami/DW

প্রমাণ লোপাটের অভিযোগ

নাবালিকার বিরুদ্ধে ধর্ষণ ও মৃত্যুর ঘটনার প্রমাণলোপাটের চেষ্টা হয়েছে বলে পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ। শ্মশানের দাহকর্মীও নিখোঁজ। নাবালিকার দেহ কেরোসিন দিয়ে দাহ করা হয় বলেও অভিযোগ উঠেছে। শ্মশান কর্তৃপক্ষ ও চিকিৎসকের ভূমিকা পুলিশ খতিয়ে দেখছে বলে সূত্র জানাচ্ছে।

জিএইচ/এসজি (টিভি নাইন, আনন্দবাজার)