বাড়ি ফেরা
১৮ আগস্ট ২০১২আগে ছিল ট্রেনের টিকেট পাওয়ার যুদ্ধ৷ আর এখন শুরু হয়েছে ঠিক সময়ে বাড়ি যাওয়া নিয়ে যুদ্ধ৷ কোনো ট্রেনই ঠিক সময়ে ছাড়ছে না৷ আবার কখন ছাড়বে তারও কোনো নিশ্চয়তাও নেই৷ ঢাকার কমলাপুর রেলস্টেশনে যাত্রীরা তাই অলস সময় কাটান ট্রেনের অপেক্ষায়৷
তবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর দায় চাপান বেচারা ট্রেনের উপরই৷ তিনি এই অবস্থা দেখে বললেন ট্রেনগুলো বুড়ো হয়ে গেছে৷ তাই এই বুড়ো ট্রেন দিয়ে সময় ঠিক রাখা সম্ভব নয়৷
এদিকে গাবতলী বাস টার্মিনালে যেমন আছে বাসের টিকেটের সংকট, তেমনি আছে বেশি ভাড়া আদায়ের অভিযোগ৷ যাঁরা আগেই টিকেট কেটেছেন, তাঁরাও ঠিক মতো বাস পাচ্ছেন না৷ বসে থাকতে হচ্ছে৷ যানজটের কারণে বিপরীত দিকের বাস আসতে দেরি হওয়ায় গাবতলী থেকে ছাড়তেও দেরি হচ্ছে৷
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট মানুষের ভোগান্তি আরো বাড়িয়ে দিয়েছে৷ একই অবস্থা গাজীপুরে৷ তারপরও যাঁরা শেষ পর্যন্ত রওয়ানা হতে পেরেছেন, তাঁরা খুশি৷
ঢাকা সদরঘাটেও বেজায় ভিড়৷ দক্ষিণাঞ্চলের যাত্রীরা লঞ্চের ছাদে চড়েই রওয়ানা হয়েছেন৷ যদিও নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বলেছেন, ছাদে কোনো যাত্রী যেতে পারবেন না৷
শুক্রবার মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন৷ আহত হয়েছে ৫০ জনেরও বেশি যাত্রী৷ আর আর মাওয়া ঘাটে স্পিড বোট ডুবে নিখোঁজ হয়েছেন আরো সাত জন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ