ঘরে ফেরা
৯ আগস্ট ২০১২বাংলাদেশে আজ বৃহস্পতিবার ছিল ট্রেনে অগ্রিম টিকেট দেয়ার শেষ দিন৷ আজ পাওয়া গেছে ১৮ তারিখের টিকেট৷ আর এই টিকেট পেতে তাই ঘরমুখো মানুষ আগের দিন গভীর রাত থেকেই লাইনে দাঁড়ান৷ কমলাপুর রেলস্টেশন ছাড়িয়ে লাইন গিয়ে বাইরের রাস্তায় শেষ হয়৷
কিন্তু দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও হতাশ হয়েছেন অনেকে৷ সকাল ৯টায় টিকেট দেয়া শুরু হবার মাত্র দুই ঘণ্টার মধ্য অধিকাংশ কাউন্টারেরই টিকেট শেষ হয়ে যায়৷ তবে যাত্রীরা মনে করেন, এর মধ্যে কারসাজি আছে৷ বাইরে টিকেট নেই জানানো হলেও ভিতরে নাকি ভিন্ন পথে টিকেটের লেনদেন হয়েছে৷
আর এত অব্যবস্থাপনা আর দীর্ঘ অপেক্ষার পর যাঁরা টিকেট পেয়েছেন, তাঁরা সব কষ্ট ভুলে গেছেন৷ টিকেট পাওয়ায় এখন আর তাঁদের কোনো অভিযোগ নেই৷ ঈদে বাড়ি যেতে পারবেন এই আনন্দেই তাঁরা বিভোর৷
কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার খায়রুল বাশার জানান যে, ১৮ তারিখ পর্যন্ত অগ্রিম টিকেট দেয়া হয়েছে৷ যদি ওই দিন ঈদের চাঁদ দেখা না যায়, তাহলে তাঁরা ১৯ তারিখের টিকেটও দেবেন৷ তবে এজন্য অপেক্ষা করতে হবে৷
এদিকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, যাত্রী সাধারণের সুবিধার জন্য ১৫ থেকে ২৫শে আগস্ট দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে৷ আর সড়পথে গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে পুলিশ পাহারা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ