1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়াসির আরাফাত

২৯ আগস্ট ২০১২

ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু নিয়ে নতুন করে তদন্ত করবে ফ্রান্স৷ দেশটির আদালতে আরাফাতের পরিবার মামলা দায়ের করার পর এই সিদ্ধান্ত নিয়েছে ফরাসি কর্তৃপক্ষ৷ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/15zLl
(FILE) Palestinian leader Yasser Arafat greets his supporters 13 September 2003 in Ramallah, West Bank. Five years after the death of Palestinian icon Yasser Arafat, the absence of a strong leader to unite Palestinians can be felt more than ever. The Palestinian leader died aged 75 of a stroke triggered by a stomach flu in a Paris hospital on 11 November 2004. An overwhelming majority of Palestinians (nearly 82 per cent with a margin of error of 3.6 per cent) say they still miss Arafat, according to the Palestinian Center for Public Opinion, which questioned 1,050 adults in a survey in October 2009. EPA/ATEF SAFADI +++(c) dpa - Bildfunk+++
Jassir Arafat 2004ছবি: picture-alliance/dpa

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইয়াসির আরাফাতের স্ত্রী সুহা আরাফাত এবং তার মেয়ে জাওরার দায়ের করা একটি মামলার পর নতুন করে তদন্ত শুরু হতে যাচ্ছে৷ গত ৩১ জুলাই এই প্যারিসের একটি আলাদতে এই ঘটনা নিয়ে মামলা দায়ের করেন আরাফাত পরিবার৷ এরপর আদালত সেই ঘটনা তদন্তের নির্দেশ দেয়৷

এর আগে গত মাসে আল জাজিরা চ্যানেল তাদের অনুসন্ধানী প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে৷ তাতে বিশেষজ্ঞরা জানান যে আরাফাতের ব্যবহার্য জিনিসপত্র বিষাক্ত পোলোনিয়াম পাওয়া গেছে৷ উল্লেখ্য, এই পোলোনিয়াম দিয়েই বিগত ২০০৬ সালে হত্যা করা হয়েছিলো সাবেক রুশ গুপ্তচর আলেক্সান্ডার লিটভিনেন্কোকে৷ বিশেষজ্ঞদের আশঙ্কা ছিলো যে ইয়াসির আরাফাতকেও একইভাবে হত্যা করা হয়েছে৷ আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর থেকে নতুন করে আরাফাতের মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়৷

Marina Litwinenko, Witwe des vergifteten russischen Agenten Alexander Litwinenko, praesentiert am Freitag, 15. Juni 2007, in Hamburg das Buch "Tod eines Dissidenten". Litwinenko verfasste gemeinsam mit Alex Goldfarb das Buch ueber die so sogenannte Polonium-Affaere. (AP Photo/Fabian Bimmer) --Marina Litvinenko, widow of poisoned Russian spy Alexander Litvinenko, attends a news conference to present the German copy of her book "Death Of A Dissident", in Hamburg, northern Germany, on Friday, June 15, 2007. The book she wrote together with Alex Goldfarb is about her husband's radioactive poisoning death. (AP Photo/Fabian Bimmer)
পোলোনিয়াম দিয়েই ২০০৬ সালে হত্যা করা হয় সাবেক রুশ গুপ্তচর আলেক্সান্ডার লিটভিনেন্কোকে৷ছবি: AP

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইতিমধ্যে ফিলিস্তিনি নেতার মৃত্যু নিয়ে একটি বিচার বিভাগীয় হত্যা তদন্ত শুরু করা হয়েছে৷ এতে সুহা আরাফাতের দায়ের করা অভিযোগ খতিয়ে দেখা হবে৷ সুহা আরাফাত ইতিমধ্যে জানিয়েছেন যে তদন্তের প্রয়োজন হলে তার স্বামীর লাশ উত্তোলনের অনুমতি দিতে তিনি রাজি৷ অন্যদিকে লোসান'এ ইউনিভার্সিটি হসপিটাল সেন্টারের রেডিওলজি ল্যাব জানিয়েছে তারা ইতিমধ্যে সুহার অনুমতি পেয়েছে ফিলিস্তিনি নেতার দেহাবশেষ পরীক্ষা করে দেখার৷

ফরাসি কর্তৃপক্ষের এই উদ্যোগকে ইতিমধ্যে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ৷ তাদের আইন মন্ত্রী আলি মুহানা বার্তা সংস্থা ডিপিএকে জানান, যদিও এই সিদ্ধান্ত অনেক দেরি করে নেওয়া হয়েছে তবে এটি সঠিক পদক্ষেপ৷ তিনি আরও বলেন ফ্রান্স ইয়াসির আরাফাতের মৃত্যু সম্পর্কে অনেক বেশি জানে৷

উল্লেখ্য, ২০০৪ সালে ১১ নভেম্বর প্যারিসের বাইরে একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শান্তিতে নোবেল বিজয়ী ইয়াসির আরাফাত৷ তার আগেই তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে সেই হাসপাতালে ভর্তি করা হয়৷ তার মৃত্যুর পর কোন ময়না তদন্ত হয় নি৷ তবে ফিলিস্তিনিরা তার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে৷

আরআই/এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য