ইসরায়েলের বিরুদ্ধে ‘পারমাণবিক সন্ত্রাসের' অভিযোগ
১২ এপ্রিল ২০২১রাজধানী তেহরানের দক্ষিণে নাতানৎস নিউক্লিয়ার কমপ্লেক্সে রবিবার হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায়৷ ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে সরে এসে মাত্র একদিন আগেই ইউরেনিয়াম বাড়ানোর এ উদ্যোগটিতে কাজ শুরুর ঘোষণা দিয়েছিল ইরান৷ এমন এক সময়ে আকস্মিক এ বিদ্যুৎবিভ্রাট উপসাগরীয় দেশটিকে ক্ষুব্ধও করেছে৷ সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মেদ জাভেদ জারিফ ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করে বলেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে যে আলোচনা শুরু হয়েছে, তাকে ব্যর্থ করার জন্য ইসরায়েল এমনটি করে থাকতে পারে৷
পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবাজাদেহ এক সংবাদ সম্মেলনে বিষয়টির জন্য ইসরায়েলকেই দায়ী করেন৷ তিনি বলেন, ‘‘ইরানের জনগণ যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি নিয়ে ধৈর্য আর বিজ্ঞের মতো দৃষ্টিভঙ্গি দেখিয়েছে, তার প্রতিশোধ নেয়ার জন্য'' ইসরায়েল এমন করেছে৷ সাঈদ খাতিবাজাদেহ আরো বলেন, ‘‘তারা যদি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনাকে ব্যাহত করার জন্য এমনটি করে থাকে, তাহলে তাদের সেই লক্ষ্য পূরণ হবে না৷''
এসিবি/কেএম (এএফপি, রয়টার্স)