ফিলিস্তিনি শিশু নির্যাতন
২১ জুন ২০১৩জাতিসংঘের শিশু অধিকার কমিটির তৈরি প্রতিবেদনে যেসব তথ্য এসেছে তা সত্যিই নিন্দা জানানোর মতো৷ ১২ থেকে ১৭ বছর বয়সি শিশুদের মূলত ইসরায়েলি সেনাসদস্যদের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার অভিযোগে আটক করা হয়৷ শিশুদের ধরতে রাতের অন্ধকারেও চালানো হয় অভিযান৷ ধরেই শক্ত করে বাঁধা হয় হাত, চোখ – সেই অবস্থায় নিয়ে গিয়ে স্বীকারোক্তি আদায়ের জন্য চালানো হয় নির্যাতন৷ বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের প্রতিবেদনে জানানো হয়, শিশুদের প্রতি ইসরায়েলি সেনাদের আরেক নিষ্ঠুরতার কথাও৷ ২০১০ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত অন্তত ১৪ বার ফিলিস্তিনি শিশুদের ব্যবহার করা হয়েছে ‘মানবঢাল' হিসেবে৷ কোনো ভবনে অভিযান চালাতে গেলে ফিলিস্তিনিরা যখন পাথর ছুঁড়তে থাকে, ইসরায়েলি সেনারা তখন সামনে দাঁড় করায় আটক শিশুদের, উদ্দেশ্য – ঢিল বা গুলি যাই আসুক, আঘাতটা আগে লাগবে শিশুদের গায়ে!
জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংস্থা, সেনাসূত্র এবং ফিলিস্তিনি আর ইসরায়েলি মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে জাতিসংঘের শিশু অধিকার বিষয়ক কমিটি৷ পরিবেশিত তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেই চলে৷ তারপরও ইসরায়েল অভিযোগ অস্বীকার করেছে৷ সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রতিবেদনটি পক্ষপাতিত্বপূর্ণ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷
এসিবি/এসি (এএফপি, ডিপিএ, রয়টার্স)