ইসরায়েল-লেবানন যুদ্ধ চায় না জার্মানি, অ্যামেরিকা
২৭ জুন ২০২৪ইসরায়েল জানিয়েছে, তারা লেবাননে হেজবোল্লাহর মোকাবিলায় প্রস্তুত। লেবাননে আক্রমণ চালানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে ও বৈধতা পেয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে তাদের দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি।
যুক্তরাষ্ট্র, জার্মানি ও তুরস্ক সকলেই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে, যুদ্ধ আরো প্রসারিত হলে, তার ফল কী হবে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।
লেবাননকে সমর্থন করে তুরস্ক আঞ্চলিক শক্তিগুলির কাছে আবেদন জানিয়েছে, তারাও যেন একইভাবে লেবাননের পাশে দাঁড়ায়।
জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত বিষয়ে সবচেয়ে সিনিয়র কর্মকর্তা মার্টিন গ্রিফিথস বলেছেন, ''যুদ্ধের পরিধি ও তীব্রতা বাড়লে তার ফল মারাত্মক হবে। আমি এটাকে ফ্ল্যাশ পয়েন্ট হিসাবে দেখছি।"
গত সাত অক্টোবর হামাস ইসরায়েলের ভিতরে ঢুকে আক্রমণ করার পর থেকে ইরান সমর্থিত হেজবোল্লাহের সঙ্গে ইসরায়েলের সেনার নিয়মিত সংঘাত চলছে। হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল-সহ কয়েকটি দেশ।
তুরস্ক যা বলেছে
তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান বিবৃতি দিয়ে বলেছেন, ''ইসরায়েল যদি লেবানন আক্রমণ করে, তাহলে পুরো এলাকায় যুদ্ধ ছড়াবে।''
এর্দোয়ান বলেছেন, ''ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর যুদ্ধ ছড়ানোর পরিকল্পনা বড় বিপর্যয় ডেকে আনবে। পশ্চিমা বিশ্ব যেভাবে ইসরায়েলকে সমর্থন করছে, সেটাও দুঃখজনক। লেবানন ও সেদেশের মানুষের পাশে দাঁড়াবে তুরস্ক। আমি ওই অঞ্চলের সব দেশের কাছে আবেদন করছি, তারাও যেন লেবাননের পাশে দাঁড়ায়।"
অ্যামেরিকা ও জার্মানি সাবধান করলো
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বুধবার বলেছেন, ''আরেকটি যুদ্ধ মানে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা অভাবনীয়ভাবে বেড়ে যাওয়া।''
বেয়ারবক মঙ্গলবার ইসরায়েল ও লেবাননের নেতাদের সঙ্গে দেখাও করেছেন। তিনি সাবধান করে দিয়ে বলেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ হলে বিপদ বাড়বে।
বেয়ারবকে জানিয়েছেন, ''এই যুদ্ধ যাতে না হয়, সেটা আমাদের দেখতে হবে। এখনই দুই দেশের মধ্যে আক্রমণ বাড়ছে। দুই দেশেরই মানুষের বড় অংশ যুদ্ধ চান না।''
মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন ওয়াশিংটনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বলেছেন, ''ইসরায়েল ও হেজবোল্লাহের মধ্যে আরেকটি যুদ্ধ মানে তা আঞ্চলিক যুদ্ধের আকার নেবে। কূটনৈতিক পথেই এই উত্তেজনা কমাতে হবে।''
জার্মান নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ
জার্মানির পররাষ্ট্রমন্ত্রণালয় সব জার্মান নাগরিককে লেবানন চেড়ে চলে যাওয়ার অনুরোধ করেছে। বুধবার তারা জানিয়েছে, ইসরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা বাড়ছে। পশ্চিমা দেশগুলির নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণের সম্ভাবনাও বাড়ছে। তাই মন্ত্রণালয় সব জার্মান নাগরিককে সতর্ক করে দিচ্ছে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)