1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইসরায়েল

ইসরায়েল-হামাস যুদ্ধ: গাজা সিটিতে হামলায় নিহত অনেক

২৩ জুন ২০২৪

গাজার কর্মকর্তারা জানান, ছিটমহলের উত্তরে গাজা সিটির একাধিক স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। ইসরায়েল বলেছে, তারা শুধু হামাসের এলাকাগুলোকে 'টার্গেট' করেছে।

https://p.dw.com/p/4hOuZ
শাতি শরণার্থী শিবিরে হামলার পর গুঁড়িয়ে যাওয়া ভবন, ধোঁয়া
ইসরায়েলি প্রতিবেদনে বলা হয়েছে, শাতি শরণার্থী শিবিরে হামাসের একজন সিনিয়র কমান্ডারকে লক্ষ্য করে হামলা হয়েছেছবি: Ayman Al Hassi/REUTERS

শনিবার গাজা সিটির একাধিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। হামাস পরিচালিত অঞ্চলের কর্মকর্তারা এ কথা জানান।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, যুদ্ধবিমানগুলো ফিলিস্তিনি ছিটমহলের উত্তরে "গাজা সিটিতে হামাসের দুটি সামরিক অবকাঠামোতে" আঘাত হেনেছে।

ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং আরো অনেক দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন অ্যাখ্যা দিয়েছে।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজা সিটির দুটি এলাকা থেকে এলাকা থেকে বেশ কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেড ক্রসের ওপর সরাসরি হামলার কথা অস্বীকার ইসরায়েলের

শুক্রবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের কাছে মুওয়াসির এক শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত ২৫ জন নিহত হন, কমপক্ষে ৫০ জন আহত হন।

ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) শনিবার বলেছে, "রেড ক্রসের সুবিধাকেন্দ্রের উপর আইডিএফ সরাসরি কোনো আক্রমণ করেনি।''

তারা বলেছে, এই ঘটনার তদন্ত চলবে। এ ছাড়াও "আমাদের আন্তর্জাতিক অংশীদারদের ফলাফল জানানো হবে''।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল এই ঘটনার "স্বতন্ত্র তদন্ত" করার আহ্বান জানান।

তেল আভিভে বিক্ষোভ

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে ইসরায়েলে অসন্তোষ বাড়ছে।

শনিবারের সন্ধ্যায় হাজার হাজার বিক্ষোভকারী তেল আভিভে মিছিল করেন। নতুন নির্বাচনের দাবি এবং গাজায় জিম্মিদের প্রত্যাবর্তনের দাবিতে স্লোগান ওঠে মিছিল থেকে। অনেক বিক্ষোভকারীর হাতে লেখা ছিল "যুদ্ধ বন্ধ করুন।"

তেল আভিভে বিক্ষোভ
শনিবারের সন্ধ্যায় হাজার হাজার বিক্ষোভকারী তেল আভিভে মিছিল করেনছবি: Mostafa Alkharouf/Anadolu/picture alliance

গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলেহামলার পর এই পাল্টা হামলা শুরু হয়। হামাসের সেই হামলায় প্রায় বারোশ জন নিহত হন। সেই সময় ২৫০ জনকে অপহরণ করেছিল হামাস।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েল 'প্রতিশোধমূলক আক্রমণ' শুরু করার পর থেকে ৩৭ হাজার ৫৫১ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে চেষ্টা করছে।

আরকেসি/এআই (এপি, ডিপিএ, রয়টার্স)