ইরান চুক্তি বাঁচাতে কূটনীতিক তৎপরতা
২৯ জুলাই ২০১৯ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনা বৈঠকে অংশ নেন৷ একদিনব্যাপী ঐ বৈঠকে ভালো আলোচনা হয়েছে বলে জানান তিনি৷ ‘‘পরিবেশ গঠনমূলক ছিল৷ আলোচনাও ভালো হয়েছে৷ আমি বলতে পারছিনা যে, সব সমস্যার সমাধান হয়ে গেছে, তবে সব পক্ষই চুক্তি বাঁচাতে আগ্রহী,'' বৈঠক শেষে সাংবাদিকদের জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী৷
চীনা প্রতিনিধি দলের প্রধান ফু চং জানিয়েছেন, বৈঠকের এক পর্যায়ে ‘কিছু উত্তেজনাকর মুহূর্ত' তৈরি হয়েছিল৷ তবে ‘সবমিলিয়ে আলোচনার পরিবেশ খুব গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ ছিল' বলে জানান তিনি৷
এ বিষয়ে শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজন করা প্রয়োজন বলে কূটনীতিকরা একমত হয়েছেন৷ তবে তার আগে এমন বৈঠকের প্রস্তুতি খুব ভালোভাবে নেয়া প্রয়োজন বলেও মনে করছেন তাঁরা৷ ঐ বৈঠকের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি৷
ইরান চুক্তি থেকে সরে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাও জারি করেছে৷ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইরান৷ এই ক্ষতি পুষিয়ে দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি দাবি জানিয়েছে দেশটি৷ সেটি না হলে ইরানও চুক্তি থেকে বেরিয়ে যাবার হুমকি দিয়েছে৷ ইতিমধ্যে তারা অল্প করে চুক্তি লঙ্ঘন শুরুও করে দিয়েছে৷
এদিকে, ইরানের আর্থিক ক্ষতি পুষিয়ে দিতে জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ব্যবসা করার একটি পথ বের করেছে৷ অতীতে পণ্য বিনিময়ের মাধ্যমে যে ধরনের বাণিজ্য হতো, ইরানের সঙ্গে তেমন প্রক্রিয়ায় ব্যবসা করতে চাইছে ইউরোপীয় দেশগুলো৷
জেডএইচ/এসিবি (এপি, এএফপি)