এবার ব্রিটিশ জাহাজ আটক করল ইরান
২০ জুলাই ২০১৯আটকের পর জাহাজটিকে দেশটির বন্দর আব্বাসে নিয়ে যাওয়া হয়৷ নাবিকদের জাহাজে রাখা হয়েছে৷
ইরানের নিরাপত্তারক্ষীরা একই সময়ে লাইবেরিয়ার পতাকাবাহী আরো একটি জাহাজ আটক করেছে বলে সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে৷
বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরমি হান্ট সংবাদমাধ্যমকে জানান, হরমুজ প্রণালী থেকে ইরান দু'টি জাহাজ আটক করেছে যার একটি ব্রিটিশ পতাকাবাহী ও অন্যটি লাইবেরিয়ার৷
ঘটনাটিকে অপ্রত্যাশিত উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘গুরুত্বপূর্ণ বিষয় হলো মুক্তভাবে চলাচলের বিষয়টিকে নিশ্চিত করতে হবে৷ এ বিষয়ে ব্রিটিশ সরকারের এক জরুরি সভায় যোগদানের আগে জেরমি হান্ট ইরানকে সতর্ক করে দিয়ে বলেন, ‘‘ইরান ‘অবৈধ ও আস্থিরতা সৃষ্টিকারী বিপজ্জনক পথ' বেছে নিচ্ছে৷''
এদিকে, ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তাসংস্থা ফার নিউজ এজেন্সি জানিয়েছে যে আটককৃত জাহাজটির সাথে স্থানীয় মাছধরার নৌকার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ এ বিষয়ে তদন্ত চলাকালীন সময় পর্যন্ত আটককৃত নাবিকেরা জাহাজে অবস্থান করবেন বলে সংবাদে বলা হয়৷
প্রসঙ্গত, জাহাজ আটকের ঘটনায় পারস্য উপসাগরের এ অঞ্চলটিতে চলমান অস্থিরতাকে আরো বাড়িয়ে দিয়েছে৷ পরমাণু চুক্তিকে কেন্দ্র করে গতকয়েকমাস ধরেই মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অস্থিরতা বিরাজ করছিল৷ এ সময়টিতে পারস্য উপসাগরের এ অঞ্চল দিয়ে চলাচলরত বেশ কয়েকটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ এ সকল ঘটনার জন্য ইরানকে দায়ী করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র, যদিও এ অভিযোগ অস্বীকার করেছে ইরান৷ উদ্ভূত পরিস্থিতে পারস্য উপসাগরে নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র৷
চলমান এ উত্তেজনায় যুক্ত হয় যুক্তরাজ্য৷ চলতি মাসের গোড়ার দিকে জিব্রাল্টার প্রণালী থেকে ইরানের পতাকাবাহী একটি জাহাজ আটক করে ব্রিটিশ সেনারা৷ যুক্তরাজ্যের দাবি ইউরোপের ইউনিয়নের নিষেধাজ্ঞা অমান্য করে তেল রপ্তানি করছিল ইরান৷ তবে এ ঘটনার উচিত জবাব দেওয়া হবে বলে জানিয়েছিল ইরান৷ শুক্রবারের এ জাহাজ আটকের ঘটনাটিকে তাই পাল্টা পদক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই৷
যেভাবে আটক করা হয় জাহাজটি
জাহাজটির মালিক প্রতিষ্ঠান সুইডিশ কোম্পানি স্টেনা ব্লুক দাবি করেছে যে, আন্তর্জাতিক জলসীমা থেকে জাহাজটি আটক করা হয়েছে৷ কয়েকটি ছোট ছোট বোট প্রথমে জাহাজটিকে ঘিরে ফেলে৷ ছোট বোটগুলোকে সহায়তার জন্য এসময় মাথার উপর একটি হেলিকপ্টারও ছিল বলে জানানো হয়৷ প্রতিষ্ঠানটি বলছে, তারা জাহাজের নাবিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে৷ তবে আটকের সময় জাহাজের নাবিবকদের কোন শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে তারা৷ এদিকে দেশটির সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে ইরান নিউজ এজেন্সি জানায়, জাহাজটি অবৈধ পথে ঢুকে পড়েছিল৷ এ সময় জাহাজটিকে সতর্কবার্তা পাঠানো হলেও তা আগ্রাহ্য করেছে৷
লাইবেরিয়ান জাহাজ আটক
ইরানের সংবাদমাধমের খবরে বলা হয়েছে রেভ্যুলেশনারি গার্ড একই সময়ে লাইবেরিয়ান পতাকাবাহী একটি জাহাজও আটক করেছে৷ আটকের পর তল্লাশি শেষে জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থাগুলো৷
আরআর/এআই (রয়টার্স, এএফপি, ডিপিএ, এপি)