ইরাকে মোসাদ দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
১৬ জানুয়ারি ২০২৪ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, এলিট ফোর্স সিরিয়াতেও ক্ষেপণাস্ত্র হামলা করেছে।
ইরানের এই আক্রমণের পরেই মধ্যপ্রাচ্যের সংঘাত আরো ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ করার পর এই সংঘাত শুরু হয়।
রেভলিউশনারি গার্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘‘ইরাকের কুর্দিস্তানে মোসাদের গুপ্তচর সদরদপ্তর ছিল। সেটা ব্যালেস্টিক মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে।’’
রয়টার্স জানিয়েছে, তারা এই রিপোর্ট এখনো যাচাই করতে পারেনি। ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্যও তারা পায়নি।
গতমাসে সিরিয়ায় রেভলিউশনারি গার্ডের তিন সদস্যের মৃত্যু হয়েছিল। ইরান জানিয়েছিল, তারা এর বদলা নেবে।
যুক্তরাষ্ট্রের নিন্দা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণের নিন্দা করেছে। তারা জানিয়েছে, তাদের কোনো কিছু আক্রান্ত হয়নি। ফলে কোনো মার্কিন নাগরিক মারা যাননি।
তারা বলেছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরাকের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে। তারা এই ধরনের আক্রমণের নিন্দা করছে।
জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)