1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে ভয়াবহ বিস্ফোরণ, শতাধিক নিহত

৩ জানুয়ারি ২০২৪

কুদস বাহিনীর সাবেক প্রধান কাসিম সোলাইমানির সমাধির কাছে দুটি ভয়াবহ বিস্ফোরণে একশরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবর অনুযায়ী, সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকী পালনের সময় বিস্ফোরণ দুটি ঘটে।

https://p.dw.com/p/4aqFi
Iran Kerman | Tote nach Explosionen
ছবি: Tasnim News Agency/AP/picture alliance

২০০০ সালের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক ড্রোন হামলায় মারা যান কাসিম সোলাইমানি। বুধবার ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানে প্রয়াত সামরিক কর্মকর্তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মাত্র ২০ মিনিটের ব্যবধানে দু-দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এ পর্যন্ত অন্তত ১০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সন্ত্রাসী হামলাটিকে 'জঘন্য এবং অমানবিক অপরাধ' আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছেন। কোনো সন্ত্রাসী সংগঠন এখনো হামলার দায় স্বীকার করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, হামলাকারী ছাড় পাবে না, এ হামলার কঠিন প্রতিশোধ নেবে ইরান।

এসিবি/এডিকে (রয়টার্স, এএফপি, এপি)