‘সহনশীল ইসলামের ধারক’ পরিচয় ক্ষতিগ্রস্ত?
১০ মে ২০১৭গত সেপ্টেম্বরে নির্বাচনি প্রচারণা চালানোর সময় করা এক মন্তব্যের জন্য জাকার্তার প্রথম খ্রিষ্টান গভর্নর বাসুকি তিজাহাজা পুর্নামাকে এই শাস্তি দেয়া হয়৷ তিনি তাঁর রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে কোরানের একটি আয়াত ব্যবহার করে তাঁর (গভর্নর) বিরুদ্ধে ভোট দিতে নাগরিকদের উৎসাহিত করার অভিযোগ এনেছিলেন৷ সুরা আল মায়িদাহ'র ৫১ নম্বর আয়াতের কথা উল্লেখ করে তিনি দাবি করেছিলেন, প্রতিপক্ষ সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে৷
গভর্নর পুর্নামার বক্তব্যের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগে বিক্ষোভ শুরু করেন কট্টর মুসলিমরা৷ পরে গভর্নর নির্বাচনে পুর্নামার বিরুদ্ধে দাঁড়ানো মুসলিম প্রার্থীর দলের সমর্থকরা বিক্ষোভে সমর্থন দেন৷ গত মাসে অনুষ্ঠিত ঐ নির্বাচনে হেরে যান পুর্নামা৷
তবে পুর্নামা সেই সময় বলেছিলেন, ভিডিওতে তাঁর পুরো বক্তব্য প্রচার করা হয়নি৷ ব্লাসফেমির অভিযোগও তিনি অস্বীকার করেন৷ তারপরও তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলতে থাকে৷ এক পর্যায়ে পুর্নামার বিরুদ্ধে মামলা শুরু হলে বিচারকাজ শেষে আইনজীবীরা পুর্নামাকে দুই বছরের ‘প্রবেশন' অর্থাৎ অবেক্ষণ দেয়ার প্রস্তাব করেন৷ এর মানে হচ্ছে, এই দুই বছরের মধ্যে পুর্নামা আবারও ব্লাসফেমির মতো অপরাধ করবেন না এই শর্তে তাঁকে মুক্তি দেয়া যেতে পারে৷ কিন্তু চূড়ান্ত রায়ে পাঁচ বিচারকের একটি প্যানেলে পুর্নামার বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ড দেন৷
বিচারক প্যানেল সাধারণত আইনজীবীদের প্রস্তাব অনুযায়ী রায় দিলেও এই ক্ষেত্রে সেটি না হওয়ায় বিশ্লেষকরা মনে করছেন, পুর্নামার রাজনৈতিক বিরোধীরা দুর্নীতিগ্রস্ত বিচার ব্যবস্থার উপর চাপ প্রয়োগ করায় এমন রায় এসেছে৷
প্রতিক্রিয়া
জাতিসংঘ এই রায়ে উদ্বেগ প্রকাশ করে ইন্দোনেশিয়াকে ব্লাসফেমি আইন সংস্কার করার আহ্বান জানিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়ন ‘দীর্ঘদিন ধরে সহনশীলতা ও প্লুরালিজম ধরে রাখার ঐতিহ্যের' ধারবাহিকতা রক্ষা করতে জাকার্তার প্রতি আহ্বান জানিয়েছে৷
এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মনে করছে, ‘‘এই রায় সহনশীল ইন্দোনেশিয়ার পরিচয়কে ক্ষতিগ্রস্ত করবে৷''
হিউম্যান রাইটস ওয়াচের ইন্দোনেশিয়া বিষয়ক গবেষক আন্দ্রেয়াস হার্সোনো বলছেন, ‘‘ইন্দোনেশিয়ায় ধর্মীয় স্বাধীনতা ধীরে ধীরে কমে যাওয়ার পথে এটি আরেকটি বড় ধাপ৷''
ডয়চে ভেলের টোমাস লাচান গভর্নরের বিরুদ্ধে দেয়া এই রায়কে ইন্দোনেশিয়ার জন্য ভয়ংকর সংকেত বলে মন্তব্য করেছেন৷ দেশটির রাজনীতিতে ব়্যাডিক্যাল ইসলামপন্থিদের প্রভাব কতটা, তা এই রায় দেখিয়ে দিয়েছে বলে মনে করছেন তিনি৷
মঙ্গলবার রায় হওয়ার পর পুর্নামাকে জেলে পাঠিয়ে দেয়া হয়৷ সেখান তাঁর সমর্থকরা উপস্থিত হলে বুধবার সকালে তাঁকে জাকার্তার বাইরে একটি উচ্চ নিরাপত্তা বিশিষ্ট কারাগারে সরিয়ে নেয়া হয়৷
পুর্নামার মুক্তির দাবিতে তাঁর সমর্থকরা বুধবার জাকার্তায় বিক্ষোভ করেছে৷
জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)