জাকার্তা হামলার পেছনে আইএস!
১৪ জানুয়ারি ২০১৬মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি দলটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ওয়েবসাইটেও জাকার্তা হামলার দায় স্বীকার করা হয়েছে৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে আইএস বা আইসিস-এর এটাই প্রথম আঘাত৷
হামলার কেন্দ্র ছিল জাকার্তার সারিনা শপিং মল মোড়, যা রাজধানী শহরের প্রধান বাণিজ্যিক এলাকা৷ এর কাছেই প্রেসিডেন্ট প্রাসাদ, জাতিসংঘ ভবন এবং ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকটি অবস্থিত৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, হামলায় অন্তত দু'জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন হামলাকারী নিহত হয়েছে বলে জানা গেছে৷ নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে একজন ক্যানাডার এবং অন্যজন ইন্দোনেশীয়৷ এছাড়া আহত হয়েছে জাতিসংঘে কর্মরত এক ডাচ নাগরিকসহ আরও ২০ জন৷
বিশ্বের বৃহত্তম মুসলিম দেশটির পুলিশ সূত্র থেকে জানা যায়, বাহরুন নাইম নামের এক ইন্দোনেশীয় নাগরিকই এই হামলার মূল পরিকল্পনাকারী৷ তবে নাইম এ মুহূর্তে সিরিয়ায় অবস্থান করছে বলে খবর৷
হামলা শুরুর পরপরই অবশ্য পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে৷ এরপর দীর্ঘ প্রায় চার ঘণ্টা হামলাকারীদের সঙ্গে গোলাগুলি চলে পুলিশের৷ পুলিশ বাহিনীর মুখপাত্র আন্তন শার্লিয়ানও বলেন যে, হামলাকারীরা প্যারিস হামলার ধরন অনুসরণ করে৷ তাঁর কথায়, গত নভেম্বর মাসেই নাকি আইএস-এর হামলার হুমকি তারা পেয়েছিলেন৷
হামলাকারীদের মধ্যে দু'জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷
ডিজি/এসিবি