1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস-এর দায় স্বীকার

২০ নভেম্বর ২০১৫

ইটালির নাগরিকের ওপর হামলা চালানোর দায় স্বীকার করেছে তথাকথিত জঙ্গি সংগঠন আইএস৷ ‘সন্দেহভাজনদের' গ্রেপ্তার করা হলেও হামলার কারণ এখনো জানা যায়নি৷ আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, বিদেশি নাগরিকদের নিরাপদে রাখার চেষ্টা চলছে৷

https://p.dw.com/p/1H9Mp
Bangladesch Angriff Piero Arolari
ছবি: picture alliance/AP Photo

বাংলাদেশে সাম্প্রতিক বেশ কয়েকটি হামলার সঙ্গে জড়িত থাকার কথা ইসলামিক স্টেট (আইএস) স্বীকার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ সম্প্রতি এক ইটালীয় ও এক জাপানি নাগরিককে হত্যা এবং শিয়াদের ওপর বোমা হামলা ও দিনাজপুরে আরেক ইটালীয় নাগরিককে হত্যাচেষ্টার দায় স্বীকার করেছে তারা৷

আইএস-এর অনলাইন ম্যাগাজিন ‘দাবিক'-এ সাম্প্রতিক এ হামলাগুলোর দায় স্বীকার করা হয় ৷ হত্যা ও হত্যাচেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করার পাশাপাশি ইসলামি এি জঙ্গি সংগঠনটি সরকার যে সম্প্রতি ‘দেশে আইএস নেই' বলে প্রচার করছে, এই প্রচারণাকেও মিথ্যা বলে দাবি করেছে৷

হামলার স্বীকার সর্বশেষ বিদেশি নাগরিক ডা. পিয়েরো পারোলারির এখন চিকিৎসা চলছে৷ ইউরোপীয় ইউনিয়ন সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর হামলা শুরু হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে৷

এদিকে ডা. পিয়েরোর ওপর হামলার পর দিনাজপুরে অবস্থানরত সব বিদেশি নাগরিককে নিরাপত্তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দিনাজপুর জেলায় অবস্থানরত ৫১৫ জন বিদেশী নাগরিকের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে৷

ডা. পিয়েরোর ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে৷ হামলায় জড়িত সন্দেহে গ্রেপ্তার দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টুকে রিমান্ডে নেয়া হয়েছে৷ পুলিশ ১০ দিনের রিমান্ড দাবি করলেও আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছে৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: সঞ্জীব বর্মন

প্রিয় পাঠক, নীচে মন্তব্যের ঘরে বিদেশিদের ওপর হামলার নিন্দা জানান৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য