1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ব্যবসা-বাণিজ্যইউরোপ

ইউরোজোনে মূল্যস্ফীতি রেকর্ড

২ অক্টোবর ২০২২

সেপ্টেম্বরে ইউরোজোনের মূল্যস্ফীতি রেকর্ড ১০ ভাগে পৌঁছেছে৷ এই অঞ্চলে ইউরো সাধারণ মুদ্রা হবার পর থেকে এমনটা কখনো দেখেনি ইউরোপ৷

https://p.dw.com/p/4HeFB
Symbolbild Euro Crash
ছবি: DesignIt/Zoonar/picture alliance

ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান এজেন্সি ইউরোস্ট্যাটের হিসাবে, সেপ্টেম্বরে ইউরোপের ১৯ সদস্য রাষ্ট্রের অর্থনৈতিক ব্লক ইউরোজোনের মুদ্রাস্ফীতি বেড়ে রেকর্ড ১০ ভাগ হয়েছে৷ আগস্টে এটি ছিল শতকরা নয় দশমিক এক ভাগ৷ গত বছর ঠিক একই সময় মূল্যস্ফীতি ছিল তিন দশমিক দুই ভাগ৷ 

বিদ্যুৎ ও জ্বালানি গ্যাসের দাম বাড়তে থাকায় এ অবস্থার তৈরি হয়েছে৷ এমনকি আগামী বছর অর্থনৈতিক মন্দার আশঙ্কাও করা হচ্ছে৷ 

গত বছরের তুলনায় গ্যাসের দাম বেড়েছে ৪০ দশমিক ৮ ভাগ৷ সেপ্টেম্বরে খাদ্য, অ্যালকোহল ও তামাক জাতীয় পণ্যের দাম বেড়েছে ১১ দশমিক আট ভাগ, যা আগস্টে বেড়েছিল ১০ দশমিক ছয় ভাগ৷ 

ইউরোজোনে সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে এস্তোনিয়ায়, শকতরা ২৪ দশমিক দুই ভাগ৷ এক মাস আগে অবশ্য তা ২৫ ভাগের বেশি ছিল৷ 

লিথুনিয়া, লাটভিয়া ও নেদারল্যান্ডসে এর পরিমাণ যথাক্রমে শতকরা ২২ দশমিক পাঁচ ভাগ, ২২ দশমিক চার ভাগ ও ১৭ দশমিক এক ভাগ৷ 

ইউরোস্ট্যাট বলছে, জার্মানির মুদ্রাস্ফীতি ১০ দশমিক নয় ভাগ৷ ভোক্তা পর্যায়ে জ্বালানির দাম কমাতে গত বৃহস্পতিবার বার্লিন ২০ হাজার কোটি ইউরোর ভর্তুকি পরিকল্পনা ঘোষণা করেছে৷ 


জেডএ/আরআর (ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান