মুহাম্মদ ইউনূস
৩১ মার্চ ২০১২শনিবার সকালে ঢাকায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা৷ তিনি সেখানে বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী৷কিন্তু জাতীয় নির্বাচনের মাত্র দুই বছর বাকি থাকলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে এখনো ঐক্যমতে পৌছতে পারেনি৷ যা মার্কিন যুক্তরাষ্ট্রকে হতাশ করেছে৷ অন্যদিকে দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত জানান তারা এখনো চান বাংলাদেশ সরকারের সঙ্গে গ্রামীণ ব্যাংক নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের একটি সম্মানজনক সমঝোতা হোক৷
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, মার্কিন যুক্তরাষ্ট্র চায় গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সার্চ কমিটি করা হোক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে৷ কিন্তু এটি সম্ভব নয় বলে তিনি মার্কিন দূতকে জানিয়ে দিয়েছেন৷
বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম-টিআইসিএফ চুক্তি নিয়ে আলোচনা হয়েছে৷ ড্যান মোজিনা জানান শিগগিরই এই চুক্তি সই হবে৷ আর অর্থমন্ত্রী মুহিত জানান, চুক্তির খসড়া এখন মন্ত্রিসভার বৈঠকে ওঠার অপেক্ষায় আছে৷
২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট-টিফা চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়৷ ২০০৫ সাল পর্যন্ত এ নিয়ে তিন দফা বৈঠক হলেও পরিবেশ, দুর্নীতি এবং মেধাস্বত্ত্ব নিয়ে মত বিরোধ থেকে যায়৷ ২০০৯ সালে এই চুক্তির নাম পরিবর্তন করে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম- টিআইসিএফ রাখা হয়৷ তখনো ট্রেড ইউনিয়ন নিয়ে দুই দেশের মধ্যে ভিন্নমত ছিল৷এই চুক্তি সই হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বানিজ্য সুবিধা পাবে৷ আর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম