1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুহাম্মদ ইউনূস

৩১ মার্চ ২০১২

গ্রামীণ ব্যাংক নিয়ে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সম্মানজনক সমঝোতা চায় যুক্তরাষ্ট্র৷ তবে অর্থমন্ত্রী বলেছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য সার্চ কমিটিতে ইউনূসকে রাখা সম্ভব নয়৷

https://p.dw.com/p/14VlN
Nobel Peace Prize winner Muhammad Yunus speaks during a business forum in Athens on Wednesday, Oct. 3, 2007. Yunus Bangladeshi economist and the Grameen Bank he founded won the Nobel Peace Prize in 2006 for their pioneering use of tiny, seemingly insignificant loans microcredit to lift millions out of poverty. (AP Photo/Thanassis Stavrakis)
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসছবি: AP

শনিবার সকালে ঢাকায় ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনা৷ তিনি সেখানে বলেন, একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরী৷কিন্তু জাতীয় নির্বাচনের মাত্র দুই বছর বাকি থাকলেও বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে এখনো ঐক্যমতে পৌছতে পারেনি৷ যা মার্কিন যুক্তরাষ্ট্রকে হতাশ করেছে৷ অন্যদিকে দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত জানান তারা এখনো চান বাংলাদেশ সরকারের সঙ্গে গ্রামীণ ব্যাংক নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের একটি সম্মানজনক সমঝোতা হোক৷

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত জানান, মার্কিন যুক্তরাষ্ট্র চায় গ্রামীণ ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগে সার্চ কমিটি করা হোক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে৷ কিন্তু এটি সম্ভব নয় বলে তিনি মার্কিন দূতকে জানিয়ে দিয়েছেন৷

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম-টিআইসিএফ চুক্তি নিয়ে আলোচনা হয়েছে৷ ড্যান মোজিনা জানান শিগগিরই এই চুক্তি সই হবে৷ আর অর্থমন্ত্রী মুহিত জানান, চুক্তির খসড়া এখন মন্ত্রিসভার বৈঠকে ওঠার অপেক্ষায় আছে৷

২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ফ্রেম ওয়ার্ক এগ্রিমেন্ট-টিফা চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়৷ ২০০৫ সাল পর্যন্ত এ নিয়ে তিন দফা বৈঠক হলেও পরিবেশ, দুর্নীতি এবং মেধাস্বত্ত্ব নিয়ে মত বিরোধ থেকে যায়৷ ২০০৯ সালে এই চুক্তির নাম পরিবর্তন করে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম- টিআইসিএফ রাখা হয়৷ তখনো ট্রেড ইউনিয়ন নিয়ে দুই দেশের মধ্যে ভিন্নমত ছিল৷এই চুক্তি সই হলে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বানিজ্য সুবিধা পাবে৷ আর বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য