ইউক্রেনের রেলস্টেশনে হামলায় নিহত ৫২
৯ এপ্রিল ২০২২দেশটির পূর্বাঞ্চলে রাশিয়া হামলা আরও বাড়াবে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য৷ এদিকে ইউক্রেন জানিয়েছে, শনিবার ১০টি মানবিক করিডর দেয়ার ব্যাপারে রাশিয়া সম্মত হয়েছে৷ এই ১০টি এলাকা দিয়ে বেসামরিক মানুষ নিরাপদ স্থানে সরে যেতে পারবে৷
অস্ট্রিয়ার চ্যান্সেলরের কিয়েভ সফর
অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামের ইউক্রেনের প্রতি সংহতি জানাতে আজ কিয়েভ সফর করছেন৷ প্রেসিডেন্ট জেলেনস্কি এবং সিটি মেয়রের সাথে দেখা করেছেন তিনি৷ এছাড়া বুচা শহরও সফর করার কথা রয়েছে তার৷ এই শহরেই অনেক বেসামরিক মানুষের মৃতদেহ উদ্ধার হয়েছে সম্প্রতি৷
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ শলৎসের
জার্মানিতে এখন রাজ্যগুলিতে চলছে নির্বাচন৷ শেলজভিগ-হোলশ্টাইন শহরে এক নির্বাচনি সমাবেশে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, রাশিয়ার নেতা ভ্লাদিমির পুটিন যা করছেন তা যুদ্ধাপরাধের সামিল৷
ইউক্রেন জানিয়েছে, পূর্বাঞ্চলের দোনবাস এলাকায় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া৷ শনিবার এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্রবাহিনী জানিয়েছে, রুবিশনে, নিঝনে, পোপাসনা এবং নভোবাখমুতিভকা এখন রাশিয়ার সেনাদের প্রধান লক্ষ্য৷ এছাড়া তারা মারিউপোল শহরের পুরো নিয়ন্ত্রণ নিতে চায়৷
এদিকে, ক্রামাত্রোসক শহরে রেলস্টেশনে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনে অবিলম্বে তাদের আরও অস্ত্র পাঠানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইউক্রেন৷ ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় নিহত ৫২ জনের মধ্যে অনেক নারী ও শিশুও রয়েছে৷
এপিবি/এফএস (এপি, এএফপি, রয়টার্স)