‘উল্লেখযোগ্য' সংখ্যক সেনা হারানোর কথা স্বীকার রাশিয়ার
৮ এপ্রিল ২০২২গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর এই প্রথম ক্ষয়ক্ষতির ব্যাপারে খোলাখুলিভাবে কথা বলেছে রাশিয়া৷ ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ যুদ্ধে বিপুল সংখ্যক সেনা হারানোর বিষয়টিকে ট্রাজেডি বলে উল্লেখ করেছেন৷ স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা উল্লেখযোগ্য সংখ্যক সেনা হারিয়েছি৷ এটা আমাদের জন্য একটা বিরাট ট্রাজেডি৷''
ছয় সপ্তাহের এই যুদ্ধে এ পর্যন্ত ৪০ লাখেরও বেশি মানুষ ঘরহারা হয়েছেন, মারা গেছেন এবং আহত হয়েছেন৷ এর ফলে রাশিয়ার ওপর কয়েক দফায় অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে পশ্চিমা দেশগুলো৷ এর ফলে দেশটির অর্থনীতি কঠিন সময় পার করছে বলে স্বীকার করেছেন রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিসুস্টিন৷
এদিকে, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার ওপর পঞ্চম দফায় অর্থনৈতিক অবরোধ দিতে একমত হয়েছে৷ তারা রাশিয়া থেকে কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে৷ সদস্য দেশগুলোকে বিকল্প খুঁজে নিতে ১২০ দিনের একটি সময়সীমা বেধে দেয়া হয়েছে৷
রাশিয়া ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি তাদের ‘বিশেষ মিলিটারি অপারেশন' শুরু করে৷ তাদের লক্ষ্য ছিল দেশটিকে সামরিক শক্তিহীন ও ‘নাৎসিমুক্ত' করা৷
এদিকে, ইউক্রেন আরো সামরিক সহযোগিতা চাইছে পশ্চিমা দেশগুলোর কাছে৷ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বলেন, ‘‘ইউক্রেনের আরো অস্ত্র প্রয়োজন, যাতে আমরা যুদ্ধে জিততে পারি এবং সেটাই হবে রাশিয়ার বিরুদ্ধে সবচেয়ে শক্ত অবরোধ৷''
জেডএ/জেডএইচ (রয়টার্স)