ইউক্রেনকে এখনো গোলাবারুদ দিতে নারাজ সুইজারল্যান্ড
১৯ এপ্রিল ২০২৩ইউক্রেন যুদ্ধের কারণে এক ধাক্কায় অস্ত্র, সামরিক সরঞ্জাম ও গোলাবারুদের চাহিদা বিশাল মাত্রায় বাড়িয়ে দিচ্ছে৷ সরকারি ও বেসরকারি অস্ত্র প্রস্তুতকারক সংস্থাগুলি সেই চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে৷ ফলে মজুত ভাণ্ডারের দিকে সবার আগে নজর পড়ছে৷ এমনকি রপ্তানি করা প্রতিরক্ষা সরঞ্জাম আবার কিনে নেবার উদ্যোগ নিচ্ছে কিছু দেশ৷ জার্মানির মতো দেশ প্রথা ভেঙে যুদ্ধক্ষেত্রে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে৷ কিন্তু ইউরোপের দেশ সুইজারল্যান্ড ‘নিরপেক্ষতা' বজায় রাখতে এখনো বদ্ধপরিকর৷
জার্মানিসহ পশ্চিমা বিশ্ব ইউক্রেনের উপর রাশিয়ার একতরফা হামলার ক্ষেত্রে ‘নিরপেক্ষতা'-র কোনো অবকাশ দেখছে না৷ ইউক্রেনের সহায়তা না করা পরোক্ষভাবে রাশিয়াকে মদত করার সমান বলে তারা মনে করছে৷ পশ্চিমা বিশ্বের মতে, বল প্রয়োগ করে সীমানা বদলানোর এমন আচরণকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া চলে না৷ কারণ সে ক্ষেত্রে ভবিষ্যতে অন্যান্য দেশের সার্বভৌমত্বও হুমকির মুখে পড়তে পারে৷
সুইজারল্যান্ড এখনো সেই যুক্তি মেনে নিতে নারাজ৷ সরকার ও সংসদ ইউক্রেনে অস্ত্র সরবরাহ করতে অস্বীকার করছে৷ সে দেশের প্রেসিডেন্ট আল্যাঁ ব্যার্সে মঙ্গলবার বার্লিন সফরে এসে আবার ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ উল্লেখ্য, সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সদস্য নয়৷ সুইস প্রেসিডেন্ট বলেন, দেশের আইন ভেঙে সরকার সংকটের কোনো পক্ষকে অস্ত্র সরবরাহ করবে, এমন প্রত্যাশা করা উচিত নয়৷ তিনি মনে করিয়ে দেন, যে সুইজারল্যান্ডে প্রস্তুত সামরিক সরঞ্জাম কেনার সময় ক্রেতাকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়, যে সেই সরঞ্জাম বিবাদমান পক্ষের হাতে পৌঁছবে না৷ বিদেশ থেকে আমদানি করা অস্ত্র ও গোলাবারুদ নতুন করে রপ্তানির ক্ষেত্রেও সেই বাধা রয়েছে৷ তবে সুইজারল্যান্ডেও বিষয়টি নিয়ে তর্কবিতর্ক চলছে বলে সুইস প্রেসিডেন্ট স্বীকার করেন৷ তবে সরকার ও সংসদের মধ্যে শেষ পর্যন্ত রফা হলেও সেই প্রশ্নে গণভোটের সম্ভাবনা রয়েছে৷ ফলে দীর্ঘ প্রক্রিয়ার শেষে গোটা পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে৷
আপাতত জার্মানি সুইজারল্যান্ডে মজুত গেপার্ড ট্যাংকের গোলাবারুদ ইউক্রেনে সরবরাহের জন্য চাপ দিচ্ছে৷ জার্মানি মোট ৩৪টি ট্যাংক ইউক্রেনের হাতে তুলে দিলেও মাত্র ৬০ হাজার রাউন্ড গোলাবারুদ সরবরাহ করতে পেরেছে৷ ডেনমার্ক ও স্পেনও ইউক্রেনকে ট্যাংক সরবরাহ করে সুইজারল্যান্ডের কাছে গোলাবারুদ সরবরাহের অনুরোধ করেছে৷
জার্মান চ্যান্সেলার ওলাফ শলৎস সুইজারল্যান্ডে বিষয়টি নিয়ে বিতর্ক সত্ত্বেও শেষ পর্যন্ত বিরোধিতা দূর হবে বলে আশা প্রকাশ করেন৷ সুইস প্রেসিডেন্টের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, সবাই জানে ইউক্রেনের অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন৷ সেই কারণে জার্মানি ঘাটতি মেটাতে একাধিকবার সুইজারল্যান্ডের কাছে গোলাবারুদ সরবরাহের অনুরোধ জানিয়েছে৷
এসবি/কেএম (ডিপিএ, এএফপি)