ইউক্রেন সংকট নিয়ে চীনের অস্বস্তি বাড়ছে
২১ ফেব্রুয়ারি ২০২৩ইউক্রেনে রাশিয়ার হামলার বর্ষপূর্তির ঠিক আগে ওয়াশিংটন ও মস্কো নিজ নিজ অবস্থান জোরদার করতে যখন তর্জনগর্জন চালাচ্ছে, তখন চীন এই সংকটের অবসানের লক্ষ্যে নিজস্ব কূটনৈতিক উদ্যোগ তুলে ধরার তোড়জোড় করছে৷ তবে রাশিয়ার সঙ্গে ‘সীমাহীন' বন্ধুত্বের কারণে সে দেশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে৷ উল্লেখ্য, চীন এখনো ইউক্রেনের উপর হামলার জন্য রাশিয়ার নিন্দা করে নি৷ জাতিসংঘের নিরাপত্তা পরিষদেও বার বার মস্কোর পাশে দাঁড়িয়েছে বেইজিং৷ তার উপর চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে ভাবনাচিন্তা করছে বলে অ্যামেরিকা যে সন্দেহ প্রকাশ করেছে, তার ফলে সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে চীনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে৷ অ্যামেরিকা ও ইউরোপ বেইজিং-কে সে বিষয়ে সতর্ক করে দিয়েছে৷ চীন অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেছে৷ উলটে অ্যামেরিকাই ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সংকট আরও তীব্র করে তুলছে বলে বেইজিং পালটা অভিযোগ করছে৷
চীন এদিকেইউক্রেন সংকট নিয়ন্ত্রণে বাইরে চলে যাচ্ছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী চিন গাং সেইসঙ্গে কয়েকটি দেশের উদ্দেশ্যে অবিলম্বে ‘আগুনে ঘি ঢালা' বন্ধ করার ডাক দিয়েছেন৷ মঙ্গলবার বেইজিংয়ে বিশ্ব নিরাপত্তা সম্মেলনে এক ভাষণে তিনি বলেন, চীন কোনো দেশের আধিপত্য এবং চীনের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধী৷ পশ্চিমা বিশ্ব তাইওয়ানের প্রশ্নে বার বার ইউক্রেনের দৃষ্টান্ত তুলে ধরে চীনের উপর চাপ সৃষ্টির চেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন৷ তিনি বলেন, চীনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা কঠিন হুমকির মুখে পড়ছে৷
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেসিডেন্ট শি জিংপিং ‘গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ' নামের এক ঘোষণাপত্র প্রকাশ করেছে৷ তাতে ‘অবিভাজ্য নিরাপত্তা' নামের এক কনসেপ্টের উল্লেখ রয়েছে, রাশিয়াও যা অনুমোদন করে৷ শি চলতি সপ্তাহেই ইউক্রেন সংকটের বর্ষপূর্তি উপলক্ষ্যে এক ভাষণ দেবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ চীনা নেতৃত্ব ইউক্রেন সংকট অবসানের লক্ষে এক ‘রাজনৈতিক সমাধানসূত্র' পেশ করার অঙ্গীকার করেছে৷ সেই প্রস্তাব ইউক্রেনসহ বাকি বিশ্বের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে আগে থেকেই সংশয় দেখা দিচ্ছে৷
মঙ্গলবার মস্কো সফর করছেন চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই৷ ফ্রান্স, ইটালি, হাঙ্গেরি ও জার্মানি সফরের পর তিনি মস্কোয় সম্ভবত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন৷ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার দ্বিপাক্ষিক সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন৷ চীনের কূটনৈতিক উদ্যোগের প্রতি পুটিন সমর্থন জানাবেন, সে বিষয়ে কার্যত কোনো সংশয় দেখা যাচ্ছে না৷
এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)