1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউকে সংসদে প্রথম সপ্তাহে যা ঘটতে পারে

১৭ ডিসেম্বর ২০১৯

ব্রেক্সিট, জাতীয়তাবাদ এবং বৈচিত্রময়তায় নতুন রেকর্ড: যুক্তরাজ্যে নির্বাচনের পর নতুন সংসদের সামনে অনেক ঐতিহাসিক বিষয় অপেক্ষা করছে৷ চলুন জেনে নেই নতুন সংসদে প্রথম সপ্তাহে কোন পাঁচটি বিষয় গুরুত্ব পাবে৷

https://p.dw.com/p/3UyML
ছবি: picture-alliance/empics/House of Commons

০১. ব্রেক্সিটের সময়সীমা চূড়ান্ত করা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সামনে এখন ব্রেক্সিট পরিকল্পনা বাস্তবায়নের মোক্ষম সুযোগ রয়েছে৷ সংসদে তাঁর রয়েছে নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা৷ শুক্রবার এই বিষয়ে সংসদে ভোটাভুটি আয়োজনের পরিকল্পনা করছে সরকার৷ এরপর বড়দিনের আগেই বিলটি আইনে পরিনত হতে পারে৷

০২. রানির বক্তব্য

ব্রিটেনের নতুন সংসদে বৃহস্পতিবার বক্তব্য রাখবেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ সরকারি মন্ত্রীদের লেখা এই বক্তব্যে চলতি সেশনে যেসব আইন পাস করা হবে, সেসম্পর্কে ধারণা পাওয়া যাবে৷

০৩. নতুন এবং পুরনো ব্যক্তিরা

হাউস অফ কমন্সের সাবেক স্পিকার জন বেরকাউ উত্তেজিত সাংসদদের থামাতে মুখ লাল করে চিৎকার করে ‘অর্ডার' বলতেন৷ তাঁর এই বলার ধরন বিখ্যাত ছিল৷ গত সংসদের শেষ অধিবেশনে তিনি পদত্যাগ করেছেন৷ তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সাবেক লেবার এমপি লিন্ডসে হয়লি৷ তবে, জনসন যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাবেন, তাই তাঁর মন্ত্রিসভা প্রায় একই থাকবে৷

০৪. সবচেয়ে বৈচিত্রময় সংসদ

ব্রিটিশ পার্লামেন্টে এখন অবধি সবচেয়ে বেশি বৈচিত্রময়তা দেখা যাবে এবার৷ গতসপ্তাহে রেকর্ডসংখ্যক ২২০ জন নারী এমপি নির্বাচিত হয়েছেন৷ পাশাপাশি ৬৫ জন্য সাংসদ কৃষ্ণাঙ্গ এবং অন্যান্য সংখ্যালঘু জাতিসত্ত্বা থেকে উঠে এসেছেন৷ অতীতে আর কোন ব্রিটিশ সংসদে এমনটা দেখা যায়নি৷

০৫. জাতীয়তাবাদী সংসদ সদস্যেরা কী করবেন

তবে, সংসদে আসন গ্রহণ করার আগে আইন অনুযায়ী সব সাংসদকে রানি এবং দেশের প্রতি আনুগত্য স্বীকার করে শপথ নিতে হবে৷ যুক্তরাজ্যবিরোধী সাংসদরা বিষয়টি কতটা সাবলীলভাবে করবেন সেটাই এখন দেখার বিষয়৷ দ্য স্কটিশ ন্যাশনাল পার্টি গতসপ্তাহের নির্বাচনে স্কটিশ সংসদের ৫৯ আসনের মধ্যে ৪৮টি জয় করেছে৷ এই দল স্কটল্যান্ডকে যুক্তরাজ্য থেকে আলাদা করতে চায়৷ এরকম আরো সংসদ সদস্য রয়েছেন৷

এলিয়ট ডুগলাস/এআই