চার বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি
১৩ ডিসেম্বর ২০১৯ব্রেক্সিট প্রশ্নে এবারের আগাম নির্বাচন বেশ গুরুত্বের সঙ্গেই দেখা হচ্ছিল৷ নির্বাচনে বরিস জনসনের কনজারভেটিভ পার্টির কাছে ভরাডুবি ঘটেছে জেরেমি করবিনের লেবার পার্টির৷
কিন্তু বাংলাদেশিদের বিশেষ দৃষ্টি ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা নয় জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীর দিকে৷ লেবার দল থেকে সর্বোচ্চ সাত প্রার্থীর পাশাপাশি লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকেও একজন করে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী এবার নির্বাচনি লড়াইয়ে ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, এদের মধ্যে চার নারী প্রার্থী নিশ্চিত করেছেন ব্রিটিশ পার্লামেন্টের আসন৷
লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনের ৭২ দশমিক সাত শতাংশ ভোটই পেয়েছেন রুশনারা আলী৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির নিকোলাস স্টোভোল্ট পেয়েছেন ছয় হাজার ৫২৮ ভোট, রুশনারা পেয়েছেন ৪৪ হাজার ৫২ ভোট৷
২০১০ সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রুশনারা৷ তিনিই ব্রিটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সংসদ সদস্য৷ এ নিয়ে টানা চার দফা এমপি নির্বাচিত হলেন রুশনারা৷ রুশনারার জন্ম ও ছোটবেলা কেটেছে সিলেটের বিশ্বনাথে৷ সাত বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ইংল্যান্ড আসেন তিনি৷
প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হওয়া লেবার দলের আফসানা বেগম পপলার অ্যান্ড লাইমহাউস আসনে পেয়েছেন ৩৮ হাজার ৬৬০ ভোট৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির প্রার্থী শন ওক পেয়েছেন নয় হাজার ৭৫৬ ভোট৷
লন্ডনের টাওয়ার হ্য়ামলেটসেই জন্ম আফসানার৷ তার আদি পৈত্রিক নিবাস সুনামগঞ্জের জগন্নাথপুরে৷
লেবার নেতা রূপা হক ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ৫১ দশমিক তিন শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন৷ রূপার ২৮ হাজার ১৩২ ভোটের বিপরীতে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জুলিয়ান গ্যালান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২ ভোট৷
টানা তৃতীয় বারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিক৷ লেবার পার্টির এই এমপি হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে পেয়েছেন ২৮ হাজার ৮০ ভোট৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জনি লাক পেয়েছেন ১৩ হাজার ৮৯২ ভোট৷
এডিকে/কেএম