ইউএস ওপেন
২৮ আগস্ট ২০১২সোমবার প্রথম রাউন্ডে মার্কিন টেনিস খেলোয়াড় ডোনাল্ড ইয়াংকে কোন পাত্তাই দেননি ফেডারার৷ ইয়াংকে হারিয়েছেন সরাসরি ৬-৩, ৬-২, ৬-৪ সেটে৷ বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের সামনে ৮১ নম্বর ইয়াংকে অনেকটা অসহায় লাগছিলো৷ একসময় অবশ্য সম্ভাবনাময়ী টিনেজ টেনিস তারকা হিসেবে ধরা হচ্ছিলো ইয়াংকে, কিন্তু এই মৌসুমে ২২টি ম্যাচে হেরেছেন তিনি৷ তাই সোমবার ফেডারারের সামনেও কি গায়ে কি মনে কোন জোর পাননি ডোনাল্ড ইয়াং৷
তবে ম্যাচে সহজে জিতলেও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জকোভিচকেই টুর্নামেন্টের জন্য ফেভারিট মানছেন গত মাসে উইম্বলডন জয়ী ফেডারার৷ সাতবার উইম্বলডন জয়ের মাধ্যমে তার গ্র্যান্ড স্ল্যাম ট্রফির সংখ্যা ১৭ পর্যন্ত নিয়ে গেছেন এই টেনিস তারকা৷ তবে তিনি মনে করিয়ে দিয়েছেন গত দুই বছরে এই ফ্ল্যাশিং মেডোতেই কিন্তু সার্বিয়ার জকোভিচের কাছে দুইবার হেরেছেন তিনি৷ জকোভিচ সম্পর্কে ফেডারার বলেন, গত কয়েক বছরে তিনিই বোধহয় হার্ড কোর্টে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন৷ এখানেই বোধ হয় তিনি সবচেয়ে ভালো খেলেন৷'' তবে এই মুহূর্তে তো তিনিই এক নম্বর খেলোয়াড় মনে করিয়ে দিলে ফেডারারের জবাব, ‘‘এক নম্বর হতে পেরে আমি খুশি কিন্তু এটা মনে রেখে আমি ইউএস ওপেনে খেলছি না৷''
উল্লেখ্য, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত টানা পাঁচবার ইউএস ওপেন জিতেছিলেন সুইস ফেডারার৷
আরআই/এসবি (রয়টার্স, এএফপি)