1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইম্বলডন চ্যাম্পিয়ন

৯ জুলাই ২০১২

উইম্বলডন শিরোপা জয় করে অ্যান্ডি মারে ব্রিটিশদের ৭৬ বছরের অপেক্ষার পালা শেষ করবে - এমনই প্রত্যাশায় বুক বেঁধে ছিলেন লাখো ভক্ত৷ কিন্তু সুইস টেনিস তারকা রজার ফেডারার যেন তাদের সব স্বপ্ন-আশা ভন্ডুল করে দিলেন৷

https://p.dw.com/p/15Tw1
ছবি: Reuters

উইম্বলডন টেনিসের ফাইনালে উঠে ব্রিটিশদের স্বপ্ন-প্রত্যাশা বহুগুণে বাড়িয়ে দিয়েছিলেন স্কটিশ তারকা অ্যান্ডি মারে৷ ১৯৩৮ সালের পর মারে প্রথম কোনো স্বদেশি যিনি নিজেদের এই আসরে ফাইনালে পৌঁছনোর যোগ্যতা অর্জন করেন৷ ফলে ব্রিটিশ গণমাধ্যমে মারে'র জয়গান এবং শিরোপা জয়ের তাগিদ নিয়ে উঠেছিল জোর আলোচনা৷ শুধু তাই নয়, রবিবারের ফাইনালে একটি ঐতিহাসিক সাফল্যের স্বপ্ন নিয়ে আওরাঙ্গি পার্কের অল ইংল্যান্ড ক্লাব মাঠে হাজির হয়েছিলেন স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট এবং তারকা ফুটবলার ডেভিড বেকহ্যাম'সহ বহু বিশিষ্টজন৷

Roger Federer Wimbledon 2012 Andy Murray Finale
সুইস টেনিস তারকা রজার ফেডারার আবার শীর্ষেছবি: AP

হাজার হাজার দর্শকের উৎসাহ আর নিজের নৈপুণ্যে খেলার শুরুতে ফেডারার'কে বেশ ভালোই চেপে রাখছিলেন মারে৷ কিন্তু কিছুক্ষণ পরেই যেন দুর্ভাগ্য ডেকে আনে এক পশলা বৃষ্টি৷ বিদায় নেয় ঝকঝকে রোদ৷ আর তার সাথেই যেন ক্ষয়ে যেতে থাকে ব্রিটিশদের সাফল্যের সম্ভাবনা৷ বৃষ্টির জন্য সেন্টার কোর্টের ছাদের ঢাকনা টেনে দেওয়া হয়৷ এর সাথে সাথে খেলার মোড় ঘুরতে থাকে৷ ঘুরে দাঁড়ান ফেডারার৷ বাতাস বিহীন কোর্টে'র সদ্ব্যবহার করেন তিনি৷ তাঁর ১১৭ পয়েন্টের মধ্যে ফেডারার ৬৫ পয়েন্টই করেন ইনডোর স্টেডিয়ামে৷

অ্যান্ডি মারে'কে ৪-৬, ৭-৫, ৬-৩ ও ৬-৪ সেটে হারান ৩০ বছর বয়সি এই সুইস তারকা৷ জয় করে নেন তাঁর ১৭তম গ্র্যান্ডস্ল্যাম শিরোপা৷ এটা ফেডারার'এর সপ্তম উইম্বলডন শিরোপা জয়৷ এর মাধ্যমে অল ইংল্যান্ড ক্লাব মাঠে পিট সাম্প্রাসের গড়া রেকর্ড ছুঁলেন তিনি৷

জয়ের পর উচ্ছ্বসিত ফেডারার'এর মন্তব্য, ‘‘আমি খুশি, ছাদ ঢেকে দেওয়ার ফলে সম্ভবত তা আমার জন্য সহায়ক হয়েছে৷ কারণ আমি নিশ্চিত ছিলাম না যে, ছাদ বন্ধ করা হলে তা আমার জন্য লাভ নাকি ক্ষতি ডেকে আনতে পারে৷'' ছাদ বন্ধের পর ফেডারার'এর নৈপুণ্য দেখে আশ্চর্য প্রতিপক্ষ মারে'ও৷ তিনি বলেন, ‘‘ছাদ যখন বন্ধ করা হলো, তখন তিনি অবিশ্বাস্য টেনিস খেলেছেন৷''

এই জয়ের পর গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে ফেডারার'এর অবস্থান ১৭-৭ এবং শুধুমাত্র উইম্বলডনে ৭-১৷ অন্যদিকে, মেজর ফাইনালে মারে'র ফলাফল ০-৪৷ এর মধ্যে তিনটি ফাইনালেই মারে হেরেছেন ফেডারার'এর কাছে৷ এছাড়া উইম্বলডন শিরোপা জয় করে আবারো ব়্যাঙ্কিং-এ এক নম্বরে পৌঁছে গেলেন ফেডারার৷ এতদিন শীর্ষ স্থানটি দখল করেছিলেন নোভাক জকোভিচ৷

এএইচ / ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য