আরো কিছু ধর্ষণের ঘটনা এবং আরো প্রতিবাদ
৬ অক্টোবর ২০২০সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই তথ্য জানিয়েছে৷ কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া সংবাদমাধ্যমটিকে বলেছেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ৷
মামলার মূল আসামি আলী হোসাইন৷ তিনি একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে৷ তার সহযোগী হিসেবে মাসুদ হাওলাদার নামে আরেকজনকেও আসামি করা হয়েছে৷
মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেছেন, ‘‘আলী হোসাইন আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল৷ আমার বোন তাতে রাজি হয়নি৷ আমাকে সে অনেকবার বলেছে৷ আমি যখন ওর স্কুলে পড়তাম, তখন দেখতাম মাসুদ স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করতো৷’’
মেয়েটির ভাষ্য অনুযায়ী, বাজার থেকে কেনাকাটা করে ফেরার পথে আলী হোসাইন ও মাসুদ হাওলাদার তার পথ আটকায় এবং মোটরসাইকেলে তুলে স্থানীয় একটি মাছের ঘেরে নিয়ে যায়৷ পরবর্তীতে তাকে মারধর এবং ধর্ষণ করে৷
কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ছাত্রীর বাবার দায়ের করা মামলায় সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে৷ মিরপুর থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন৷
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘‘গত শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন৷ এরপর রাত ৮টার দিকে মেয়েটিকে আবার দ্বিতীয় দফায় ধর্ষণ করেন৷ পরে কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসনও করেন৷’’
এই ঘটনা জানাজানির পর স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানান পুলিশ কর্মকর্তা৷
বান্দরবানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা
কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলহাজরায় বান্দরবানের লামা উপজেলার এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে৷ রোববার এ ঘটনা ঘটে বলে মেয়েটির স্বজনের অভিযোগ করেছেন৷
মেয়েটির ফুপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা থেকে একা ফিরছিলেন তার ভাইঝি৷ জঙ্গলে একা পেয়ে শওকত তাকে প্রথমে বিয়ের প্রস্তাব দেয়৷ পরে তার মুখে কামড় দেয়৷ চিৎকার শুনে আশেপাশের মানুষ আসার পর ছেলেটি পালিয়ে যায়৷ হামলায় আহত মেয়েটি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন৷
এই ঘটনায় মেয়েটির স্বজনদের থানায় একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে বলে জানান ওসি শাকের মোহাম্মদ যুবায়ের৷
প্রতিবাদ চলছে
একের পর এক ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ হচ্ছে৷ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ করেছেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকারকর্মীরা৷
পরবর্তীতে তারা কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ বাধা দেয়৷ পুলিশের সাথে মিছিলকারীদের হাতাহাতিও হয়৷ এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন৷
এর আগে সোমবারও ধর্ষণের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন অনেকে৷ বিক্ষোভ হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও৷
আওয়ামী লীগ-বিএনপি পালটাপালটি
এদিকে ধর্ষণের ঘটনাগুলো নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা-কর্মীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পালটা অভিযোগ শুরু করেছেন৷
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘প্রতিবাদ করার দরকার নেই, বিচার সরকার করছে৷ ঘটনার সাথে জড়িত কাউকেই সরকার রেহাই দিচ্ছে না৷ সরকার দলে থেকে অপরাধ যারা করেছে তাদেরও বিচারের আওতায় আনছে৷’’ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক৷
অন্যদিকে সোমবার আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বিবস্ত্র করার পর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে৷
এই কথার প্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্যেই ধর্ষক-দুষ্কৃতকারীরা উৎসাহিত হচ্ছে৷ ‘‘আজকে তিনি (আইনমন্ত্রী) যদি এই টাইপের কথা বলেন যে, এটা (নোয়াখালীর ঘটনা) একটা ষড়যন্ত্র৷ মর্মমূলে না গিয়ে তিনি আগেই বলে দিলেন৷’’
অন্যদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলোকে নিয়ে ‘মাঠ গরম করতে চাইছে’৷
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০১৯ সালের ছবিঘরটি দেখুন...