1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আম্মা ক্যান্টিন'-এর জয়ললিতা চলে গেলেন

৬ ডিসেম্বর ২০১৬

শুরুতে ছিলেন চলচ্চিত্রের নায়িকা, তারপর রাজনীতিতে ঢুকে চারবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েছেন৷ জনপ্রিয়তার কারণে রাজ্যে ‘আম্মা' হিসেবে পরিচিত ছিলেন৷ সোমবার রাতে তিনি মারা যান৷

https://p.dw.com/p/2ToGT
India Jayalalithaa Trauer
ছবি: picture alliance/AP Photo/R. Maqbool

জ্বর আর পানিশূন্যতা নিয়ে গত সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ এরপর রবিরার রাতে তাঁর হৃদযন্ত্রের ক্রিয়ায় গোলযোগ দেখা দেয়৷

দরিদ্র মানুষদের সহায়তায় কয়েকটি জনপ্রিয় প্রকল্প চালু করেছিলেন জয়ললিতা৷ এর মধ্যে একটি ‘আম্মা ক্যান্টিন' নামে পরিচিত৷ ২০১৩ সালে এ ধরনের ক্যান্টিন চালু করা হয়৷ সেখানে মাত্র পাঁচ রূপিতে সকালের খাবার, আর তিন রূপিতে দুপুর ও রাতের খাবার পাওয়া যায়৷ রাজ্যের বেশিরভাগ মানুষের কাছে জয়ললিতা ‘আম্মা' নামে পরিচিত হওয়ায় ক্যান্টিনগুলো ‘আম্মা ক্যান্টিন' নামে পরিচিত হয়ে ওঠে৷ বর্তমানে পুরো রাজ্য এ ধরনের প্রায় তিনশ' ক্যান্টিন আছে৷

১৯৪৮ সালে জন্ম নেয়া জয়ললিতা মাত্র ১৬ বছর বয়সে ‘কন্নড়' নামে একটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছিলেন৷ প্রায় ১৪০টি চলচ্চিত্রে অভিনয়ের পর ১৯৮২ সালে এআইএডিএমকে দলে যোগ দেন তিনি৷ এরপর ১৯৮৯ সালে দলের সাধারণ সম্পাদক হন জয়ললিতা৷ দলের নেতা কর্মীদের অনেকে প্রকাশ্যে শুয়ে পড়ে তাঁকে সম্মান করতেন৷ এমনকি তিনি যখন হাসপাতালে ছিলেন তখন মন্ত্রিসভার বৈঠকে সভাপতির চেয়ারে তাঁর ছবি রেখে সভা পরিচালিত হয়েছে৷ জয়ললিতার অনুপস্থিতিতে সভা পরিচালনা করেছেন অর্থমন্ত্রী ওপি পানিরসেলভাম৷ তাঁকে সভাপতির আসনে বসতে বলা হলেও তিনি তা করেননি৷ জয়ললিতার মৃত্যুর পর পানিরসেলভামকে দলের কাণ্ডারি নিয়োগ করা হয়েছে৷

জয়ললিতার বিরুদ্ধের দুর্নীতির অভিযোগও ছিল৷ ২০১৪ সালে দুর্নীতির দায়ে তাঁর চার বছরের কারাদণ্ড হয়েছিল৷

মঙ্গলবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় জয়ললিতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে৷ তাঁর মৃত্যুতে রাজ্যে সাতদিনের শোক ঘোষণা করা হয়েছে৷

জয়ললিতার মৃত্যুতে ভারতের অনেকেই শোক জানিয়েছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, জয়ললিতার সঙ্গে সাক্ষাতের সময়গুলো আমার সবসময় মনে থাকবে৷ শেষ শ্রদ্ধা জানাতে তিনি চেন্নাই পৌঁছেছেন৷

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, এটি (জয়ললিতার মৃত্যু) বেদনাদায়ক৷

চলচ্চিত্র পরিচালক, অভিনেতা শেখর কাপুর লিখেছেন, তিনি একজন সাহসি নারী ছিলেন৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য