1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজীব হত্যার পেছনে ডিএমকে দলের পরোক্ষ হাত ছিল, অভিযোগ জয়ললিতার

২৪ মে ২০১১

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হবার পর জয়ললিতা তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে বললেন, কানিমোড়ি মহিলা বলে বিশেষ সুবিধা পেতে পারেননা৷ রাজীব গান্ধীর হত্যার পেছনে ডিএমকে দলের পরোক্ষ হাত আছে বলেও তাঁর অভিযোগ৷

https://p.dw.com/p/11MjM
বিস্ফোরক অভিযোগ আনলেন জয়ললিতাছবি: AP
Rajiv Gandhi Attentat Letztes Foto
হত্যার আগে তোলা রাজীব গান্ধীর শেষ ছবিছবি: picture-alliance/dpa

স্রেফ মহিলা বলে টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে অভিযুক্ত ডিএমকে দলের সাংসদ এবং করুণানিধির মেয়ে কানিমোড়ির জামিন পাওয়া উচিত নয় বলে মনে করেন জয়ললিতা৷ তিনি বলেন, জামিনের জন্য এই যুক্তি অসার৷ রাজনীতির মত ফৌজদারি অপরাধে জড়িত কোন মহিলা বিশেষ সুবিধা পেতে পারেনা৷ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হবার পর এআইএডিএমকে নেত্রী জয়ললিতা আজ তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে বলেন, অপরাধমূলক কাজকর্মের ক্ষেত্রে একই মাপকাঠি প্রযোজ্য৷ উল্লেখ্য, মহিলা বলে কানিমোড়ির জামিনের জন্য বিশেষ আর্জি জানান তাঁর আইনজীবী রামজেঠমালানি৷ ডিএমকে নেতা ও কর্পোরেট কর্তাব্যক্তিদের গ্রেফতারের পর বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা আবার ফিরে এসেছে৷ আইন তার নিজের পথেই চলবে, বলেন জয়ললিতা৷

প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী জয়ললিতা অভিযোগ করেন, রাজীব গান্ধীর হত্যার পেছনে পরোক্ষ হাত ছিল ডিএমকে দলের৷ এটা বলার জন্য ৯১ সাল থেকে তাঁকে হত্যা করার হুমকি দিতে থাকে এলটিটিই'র আন্তর্জাতিক অস্ত্র সংগ্রাহক তথা এলটিটিইর প্রধান প্রভাকরণের ডানহাত পাথমানাথান৷ বলা হয় সুযোগ পেলেই তাঁকে হত্যা করা হবে৷ তামিল ইস্যু নিয়ে কেন্দ্রের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানান জয়ললিতা৷

Parteivorsitzender der DMK Muthuvel Karunanidhi
ডিএমকে নেতা করুণানিধিকে অভিযোগের জবাব দিতে হবেছবি: AP

নির্বাচনি ইস্তেহারে যে-সব প্রতিশ্রুতি দেয়া হয় তা পালন করার বিষয়ে তিনি বলেন, ৩রা জুন বিধানসভায় রাজ্যপালের ভাষণে সেকথা থাকবে৷ ডিএমকে সরকারের আমলে যেসব প্রকল্প হাতে নেয়া হয়, যেমন বিমা,আবাসন,মেট্রো রেল সেগুলি নতুন করে খতিয়ে দেখা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট৷

পেট্রলের দাম বৃদ্ধির সমালোচনা করে জয়ললিতা বলেন, দ্রব্যমূল্য বাড়ার অন্যতম কারণ এটাই৷ পেট্রলের ওপর বিক্রয় কর কমানোর কথা তাঁর সরকার এখন ভাবছেনা৷ বারো ক্লাস পাশ করার পর ছাত্রছাত্রীরা স্কুল থেকেই অন-লাইনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাতে পারবে৷ এতে তাদের অসুবিধা অনেকাংশে লাঘব হবে৷ এবছর থেকেই তা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক