রাজীব হত্যার পেছনে ডিএমকে দলের পরোক্ষ হাত ছিল, অভিযোগ জয়ললিতার
২৪ মে ২০১১স্রেফ মহিলা বলে টু-জি স্পেকট্রাম কেলেঙ্কারিতে অভিযুক্ত ডিএমকে দলের সাংসদ এবং করুণানিধির মেয়ে কানিমোড়ির জামিন পাওয়া উচিত নয় বলে মনে করেন জয়ললিতা৷ তিনি বলেন, জামিনের জন্য এই যুক্তি অসার৷ রাজনীতির মত ফৌজদারি অপরাধে জড়িত কোন মহিলা বিশেষ সুবিধা পেতে পারেনা৷ তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হবার পর এআইএডিএমকে নেত্রী জয়ললিতা আজ তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে বলেন, অপরাধমূলক কাজকর্মের ক্ষেত্রে একই মাপকাঠি প্রযোজ্য৷ উল্লেখ্য, মহিলা বলে কানিমোড়ির জামিনের জন্য বিশেষ আর্জি জানান তাঁর আইনজীবী রামজেঠমালানি৷ ডিএমকে নেতা ও কর্পোরেট কর্তাব্যক্তিদের গ্রেফতারের পর বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা আবার ফিরে এসেছে৷ আইন তার নিজের পথেই চলবে, বলেন জয়ললিতা৷
প্রশ্নোত্তর পর্বে মুখ্যমন্ত্রী জয়ললিতা অভিযোগ করেন, রাজীব গান্ধীর হত্যার পেছনে পরোক্ষ হাত ছিল ডিএমকে দলের৷ এটা বলার জন্য ৯১ সাল থেকে তাঁকে হত্যা করার হুমকি দিতে থাকে এলটিটিই'র আন্তর্জাতিক অস্ত্র সংগ্রাহক তথা এলটিটিইর প্রধান প্রভাকরণের ডানহাত পাথমানাথান৷ বলা হয় সুযোগ পেলেই তাঁকে হত্যা করা হবে৷ তামিল ইস্যু নিয়ে কেন্দ্রের সঙ্গে তিনি আলোচনায় বসবেন বলে জানান জয়ললিতা৷
নির্বাচনি ইস্তেহারে যে-সব প্রতিশ্রুতি দেয়া হয় তা পালন করার বিষয়ে তিনি বলেন, ৩রা জুন বিধানসভায় রাজ্যপালের ভাষণে সেকথা থাকবে৷ ডিএমকে সরকারের আমলে যেসব প্রকল্প হাতে নেয়া হয়, যেমন বিমা,আবাসন,মেট্রো রেল সেগুলি নতুন করে খতিয়ে দেখা হবে কিনা সেবিষয়ে সিদ্ধান্ত নেবে ক্যাবিনেট৷
পেট্রলের দাম বৃদ্ধির সমালোচনা করে জয়ললিতা বলেন, দ্রব্যমূল্য বাড়ার অন্যতম কারণ এটাই৷ পেট্রলের ওপর বিক্রয় কর কমানোর কথা তাঁর সরকার এখন ভাবছেনা৷ বারো ক্লাস পাশ করার পর ছাত্রছাত্রীরা স্কুল থেকেই অন-লাইনে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লেখাতে পারবে৷ এতে তাদের অসুবিধা অনেকাংশে লাঘব হবে৷ এবছর থেকেই তা কার্যকর হবে বলে তিনি উল্লেখ করেন৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক