1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনগণের উপর আস্থা আছে, বিশ্বাস আছে: সম্মেলনে শেখ হাসিনা

২৪ ডিসেম্বর ২০২২

বাংলাদেশে বিশৃঙ্খল নির্বাচন ব্যবস্থায় আওয়ামী লীগ শৃঙ্খলা এনেছে বলে দাবি করেছেন দলটির সভাপতি শেখ হাসিনা৷ ২২তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন নিয়ে বিভিন্ন সমালোচনার জবাব দেন তিনি৷

https://p.dw.com/p/4LOWd
আওয়ামী লীগের সম্মেলনে বক্তৃতা রাখেন দলীয় সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামী লীগের সম্মেলনে বক্তৃতা রাখেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: PID Bangladesh government

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন তার দলের প্রতি মানুষের অকুণ্ঠ সমর্থন থাকায় ক্ষমতায় থাকতে তাদের ভোট চুরি করতে হয় না৷ ‘‘আমাদের যদি জনগণের ভোট চুরির দুরভিসন্ধি থাকত, তাহলে খালেদা জিয়ার মতো আজিজ মার্কা নির্বাচন কমিশন আমরা করতাম,’’ বলেন তিনি৷ 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন৷ দেশের বিভিন্ন প্রান্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এই সম্মেলনে যোগ দিয়েছেন৷ দলীয় সভাপতি তার বক্তৃতায় বিএনপির শাসনামলের নির্বাচন নিয়ে সমালোচনা করেন৷ তিনি বলেন, ‘‘নির্বাচন মানেই ছিল, আমরা যেটা বলতাম ১০টা হুন্ডা, ২০টা গুণ্ডা, নির্বাচন ঠাণ্ডা৷'' সে সময়  ‘এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার' তৈরির কথাও বলেন তিনি৷

সারা দেশের নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলন
সারা দেশের নেতাকর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যানে উৎসবমুখর পরিবেশে শুরু হয় সম্মেলনছবি: Mortuza Rashed/DW

এই পরিস্থিতি থেকে আওয়ামী লীগ নির্বাচনের পরিবেশ তৈরি করেছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘‘ ভোট দেওয়ার যে সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আওয়ামী লীগই নিশ্চিত করেছে৷ অনেকে অনেক কথা বলে। কিন্তু আমরা সেটা করেছি৷’’

আওয়ামী লীগ সরকারের নেয়া পদক্ষেপগুলো তুলে ধরে তিনি বলেন, ‘‘স্বচ্ছ ব্যালট বাক্স, ওই সিল মেরে আগেই ব্যালট বাক্স ভরবে, সেটা যেন না পারে, যে কেউ ভোট দিতে গিয়ে যেন দেখতে পারে সেখানে আগে থেকে ভোট ভরা আছে কিনা, সে জন্য স্বচ্ছ ব্যালট বাক্স এখন এটা চালু করা হয়েছে৷’’ ইভিএম প্রসঙ্গে বলেন, ‘‘সেখানে কিন্তু কারচুপি করার কোনো সুযোগ আছে বলে আমরা সেটা জানি না৷’’

সম্মেলনস্থলে দলীয় প্রতীক নৌকা সাজিয়ে এনেছেন সমর্থকরা
সম্মেলনস্থলে দলীয় প্রতীক নৌকা সাজিয়ে এনেছেন সমর্থকরাছবি: Mortuza Rashed/DW

নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়নের বিষয়টি তুলে ধরে তিনি জানান এক্ষেত্রে আওয়ামী কোনো হস্তক্ষেপ করেনি৷ নির্বাচন নিয়ে বিভিন্ন অভিযোগ নাকচ করে শেখ হাসিনা বলেন, ‘‘আমাদের জনগণের উপর আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা সেই বিশ্বাস নিয়েই চলি।”

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা ওড়ানোর পর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করা হয়৷

আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশের নারী নেতাকর্মীরাও
আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়েছেন সারা দেশের নারী নেতাকর্মীরাওছবি: Mortuza Rashed/DW

সাংস্কৃতিক অনুষ্ঠান ও বক্তৃতার পর বেলা ১টার দিকে বিরতির ঘোষণা দেন শেখ হাসিনা৷ তিনি বলেন, "আমরা প্রথম অধিবেশনের মুলতবি করছি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্বিতীয় অধিবেশন বসবে। সেখানে নতুন নেতৃত্ব আসবে। আজকে থেকে আমাদের বিদায়। সবাই ভালো থাকবেন।”

বিকালের কাউন্সিল অধিবেশনেই ক্ষমতাসীন দলটির তাদের পরবর্তী কর্মপন্থা এবং নেতৃত্ব নির্বাচন করবে৷

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান