আবার কিয়েভের উপর রাশিয়ার হামলা
১৭ অক্টোবর ২০২২সোমবার সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রে শেভচেনকিভস্কি এলাকায় একাধিক বিস্ফোরণ ঘটেছে৷ বেশ কয়েকটি বসত ভবনের ক্ষতি হয়েছে বলে শহরের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন৷ এই নিয়ে পর পর দুই সোমবার রাশিয়া কিয়েভের উপর ড্রোন হামলা চালিয়েছে বলে ক্লিচকো দাবি করেন৷ ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান আন্দ্রি ইয়েরমাক বলেন, তথাকথিত ‘আত্মঘাতী ড্রোন'-এর মাধ্যমে এই হামলা চালানো হয়েছে৷ গত কয়েক সপ্তাহে রাশিয়া ইরানে তৈরি ‘শহিদ ১৩৬' ড্রোন দিয়ে ইউক্রেনের উপর হামলা চালিয়ে আসছে বলে ইউক্রেনের সরকার অভিযোগ করছে৷
ইউক্রেনের সেনাবাহিনী কয়েক সপ্তাহ ধরে পূর্ব ও দক্ষিণে একাধিক অঞ্চল হানাদার রুশ বাহিনীর কাছ থেকে আবার ছিনিয়ে নিতে পারলেও এবার বাড়তি প্রতিরোধের মুখে পড়ছে৷
দনিয়েটস্ক অঞ্চলের বাখমুত ও সোলেদার শহরে ব্যাপক সংঘাত চলছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার রাতে তার দৈনিক ভিডিও বার্তায় জানিয়েছেন৷ গোটা সপ্তাহান্তেই দনিয়েটস্ক, লুহানস্ক ও খেরসন অঞ্চলে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে৷
কোণঠাসা রুশ বাহিনী এর আগে প্রায় বিনা বাধায় অধিকৃত এলাকা থেকে পিছু হটছিল৷ বিশেষ করে ইউক্রেনীয় বাহিনী অনেক জায়গায় তাদের রসদ ও পরিবহণের পথ ধ্বংস করে দেওয়ায় কঠিন সমস্যায় পড়ছিল রুশ সৈন্যরা৷ কিন্তু সীমান্তের আরও কাছাকাছি এলাকায় তাদের অবস্থান অপেক্ষাকৃত মজবুত থাকায় ইউক্রেনীয় সৈন্যদের বেগ পেতে হচ্ছে৷ এমনকি কিছু এলাকায় ঘনঘন নিয়ন্ত্রণ বদল হচ্ছে বলে সামরিক পর্যবেক্ষকরা জানাচ্ছেন৷ ইউক্রেনের সৈন্যদের গোলাবর্ষণের ফলে দনিয়েতস্ক শহরের প্রশাসনিক ভবনের ক্ষতি হয়েছে বলে রুশ দখলদারী প্রশাসন স্বীকার করেছে৷
ইউক্রেনের দক্ষিণের সামরিক কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিয়ুক জানিয়েছেন, যে গত সপ্তাহান্তে বিস্ফোরণে ক্রাইমিয়া সেতুর ক্ষতির ফলে রুশ বাহিনীর সরঞ্জাম ও গোলাবারুদ অনেক কমে গেছে৷ তার মতে, রুশ বাহিনীর জন্য প্রায় ৭৫ শতাংশ সরবরাহ সেই সেতু দিয়েই পাঠানো হতো৷ বর্তমানে জোরালো বাতাসের কারণে সেই এলাকায় ফেরি চালানোও সম্ভব হচ্ছে না৷ হুমেনিয়ুক বলেন, ‘এখন সমুদ্রও আমাদের সমর্থন করছে'৷
রাশিয়াও রোববার নিজস্ব সেনাবাহিনীর ‘সাফল্য' তুলে ধরেছে৷ ইউক্রেনীয় সৈন্যদের ব্যাপক ক্ষতি সম্পর্কে বড়াই করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়৷ সেইসঙ্গে রাশিয়া জানিয়েছে, যে সে দেশ ইউক্রেনের সামরিক ও জ্বালানি স্থাপনার উপর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে৷
টেলিগ্রাম নামের অ্যাপে রুশপন্থি ‘রাইবার' নামের চ্যানেলের সূত্র অনুযায়ী রাশিয়ার ভূখণ্ডের মধ্যেও ইউক্রেনীয় বাহিনী হামলা চালাচ্ছে৷ সীমান্তের কাছে রুশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত বেলগোরোদ শহরে গোলাবর্যণ চলছে৷ তবে রাশিয়ার অ্যান্টি এয়ারক্রাফ্ট ইউনিট বেশিরভাগ হামলা প্রতিহত করতে পারছে বলে দাবি করেছে এই সূত্র৷ শহরের বিমানবন্দরের কাছে দুটি বিস্ফোরণ ঘটেছে৷ উল্লেখ্য, বেলগোরোদ অঞ্চলেই শনিবার এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে দুই বন্দুকবাজের হামলায় ১১ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে৷ রাশিয়া সেই ঘটনার তদন্ত শুরু করেছে৷
এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)