1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপসেরা জার্মানির মেয়েরা

২৯ জুলাই ২০১৩

সুইডেনে গিয়েছিল জোড়াতালি দেয়া দল নিয়ে৷ সাতবারের চ্যাম্পিয়নদেরও তাই ভাবা হয়েছিল ‘আন্ডারডগ’৷ কিন্তু মেয়েদের ইউরোপিয়ান ফুটবলের এবারের আসরও জয় করেছে জার্মানির মেয়েরা৷ ফাইনালে নরওয়েকে হারিয়েছে তারা ১-০ গোলে৷

https://p.dw.com/p/19FiU
SOLNA, SWEDEN - JULY 28: Nadine Angerer (C), goalkeeper of Germany lifts the trophy after the UEFA Women's EURO 2013 final match between Germany and Norway at Friends Arena on July 28, 2013 in Solna, Sweden. (Photo by Martin Rose/Getty Images)
Frauen-EM Finale Deutschland Norwegen Siegerehrungছবি: Getty Images

এই নিয়ে চতুর্থবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে জার্মানির কাছে হারতে হলো নরওয়েকে৷ আর তাদের হারিয়ে টানা ষষ্ঠ এবং মোট অষ্টম বারের মতো চ্যাম্পিয়ন তো হলোই, পাশাপাশি এ-ও খুব ভালোভাবে বুঝিয়ে দিলো যে, সীমিত সামর্থ্য নিয়েও সেরা সাফল্য ছিনিয়ে আনতে তারা সবচেয়ে ভালো জানে৷ না জানলে ৬ ম্যাচে মাত্র ৬ গোল করে কেউ চ্যাম্পিয়ন হয়!

Goalkeeper Nadine Angerer saves a penalty shot next to her team-mates Dzsenifer Marozsan (2-R) and Saskia Bartusiak (R) during the UEFA Women«s EURO 2013 final soccer match between Germany and Norway at the Friends Arena in Solna, Sweden, 28 July 2013. Photo: Carmen Jaspersen/dpa
পুরো আসর জুড়ে গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকায় আসর সেরা খেলোয়াড় হয়েছেন নাদিন আঙারার (বামে)ছবি: picture-alliance/dpa

হয়েছে মূলত দলনেত্রী এবং গোলরক্ষক নাদিন আঙারার-এর কৃতিত্বে৷ পুরো আসরে তাঁকে ফাঁকি দিয়ে জার্মানির জালে বল গিয়েছে মাত্র একবার৷ ফাইনালে দু দুটো পেনাল্টি পেয়েছিল নরওয়ে৷ কিন্তু সুইডেনের রাজধানী স্টকহোমের মাঠ মাতিয়ে রাখা ৪১ হাজারেরও বেশি দর্শক অবাক হয়ে দেখেছে আঙারার-এর বিস্ময়কর নৈপুণ্য৷ প্রথমার্ধে ট্রিনে রোনিং এবং দ্বিতীয়ার্ধে সলভেইক গুলব্রান্ডসেন-এর নেয়া স্পট কিক ফিরিয়ে দিয়ে তিনিই ম্যাচে ধরে রাখেন জার্মানদের৷

এভাবে পুরো আসর জুড়ে গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকায় আসর সেরা খেলোয়াড় হয়েছেন নাদিন আঙারার৷ তবে ফাইনালে জার্মানিকে জয় এনে দিয়েছেন আসলে আনিয়া মিটাগা৷ বদলি হিসেবে নামার কয়েক মিনিটের মধ্যেই ম্যাচের একমাত্র গোলটি করেছেন তিনি৷ সেই গোল পরিশোধও করেছিল নরওয়ে৷ কিন্তু আডা হেগারবার্গের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়৷ নরওয়ের তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ সেখানেই শেষ৷

মূল দলের পাঁচজন খেলোয়াড় ছাড়া এবার সুইডেনে গিয়েছিল জার্মান মহিলা দল৷ নাদিন আঙারার সামনে থেকে নেতৃত্ব দিয়ে ভুলিয়ে দিয়েছেন সেই ঘাটতি৷ ফাইনালের পর পুরো কৃতিত্ব পুরো দলকেই দিয়েছেন নাদিন৷ এখন তাঁদের অভিনন্দনের জোয়ারে ভাসার পালা৷ খোদ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন কোচ সিলভিয়া নাইড-এর কাছে৷

এসিবি/এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য