আবার আলোচনায় নর্দান আয়ারল্যান্ড প্রটোকল
১৮ মে ২০২২নির্বাচনে ৯০টি আসনের মধ্যে শিন ফেইন পেয়েছে ২৫টি আসন আর ডিইউপি পেয়েছে ২৫টি আসন৷
সরকারে যেতে ডিইউপি ২০২০ সালের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে সই হওয়া ব্রেক্সিট চুক্তিতে থাকা নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল বাতিলের দাবি জানিয়েছে৷
এই প্রটোকলে ইইউ থেকে ব্রিটেন চলে যাওয়ার পর নর্দার্ন আয়ারল্যান্ডের বাণিজ্যনীতি কী হবে, তা বলা আছে৷ আয়ারল্যান্ড দ্বীপে সীমান্ত নির্মাণ এড়াতে এই প্রটোকল করা হয়েছিল৷ উল্লেখ্য, আয়ারল্যান্ড দ্বীপের আয়ারল্যান্ড অংশটি ইইউর সদস্য৷ আর নর্দার্ন আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ৷
ডিইউ মনে করে নর্দান আয়ারল্যান্ড প্রটোকলের কারণে যুক্তরাজ্যের সঙ্গে নর্দার্ন আয়ারল্যান্ডের সম্পর্ক দুর্বল হচ্ছে৷
কিন্তু শিন ফেইন ও তৃতীয় সর্বোচ্চ আসন (৯টি) পাওয়া অ্যালায়েন্স পার্টি (পুরো আয়ারল্যান্ড এক হওয়া প্রশ্নে তারা নিরপেক্ষ অবস্থান থাকে) ঐ প্রটোকলের পক্ষে আছে৷
ডিইউপি সরকার গঠনে রাজি হচ্ছে না বলে সম্প্রতি নর্দার্ন আয়ারল্যান্ড সফরে গিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ কিন্তু ডিইউপি নেতারা জনসনকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, প্রটোকল বাতিল হলেই কেবল তারা সরকারে যোগ দেবেন৷
এই অবস্থায় আগামী মঙ্গলবার ব্রিটিশ সংসদে ব্রেক্সিট চুক্তি থেকে নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল বাদ দেয়ায় প্রস্তাব উঠতে যাচ্ছে৷ তবে ব্রিটেন জানিয়েছে এই প্রটোকল নিয়ে ইইউর সঙ্গে আলোচনা ভেঙে গেলেই কেবল ব্রিটেন এককভাবে ঐ প্রটোকল বাতিলের সিদ্ধান্ত নেবে৷
এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কোভনি৷
ইইউ বলেছে তারা প্রটোকলের নিয়মকানুন সংস্কার করতে রাজি আছে৷
নর্দার্ন আয়ারল্যান্ডের সব বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে এমন একটি গ্রুপ হচ্ছে ‘নর্দার্ন আয়ারল্যান্ড বিজনেস ব্রেক্সিট ওয়ার্কিং গ্রুপ’৷ তারা বিশ্বাস করে প্রটোকল কার্যকর হতে পারে৷ তবে এতে পাঁচটি সম্ভাব্য পরিবর্তন আনলে তা আরও ভালো হবে বলে মনে করছে তারা৷
এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল রিসার্চের গবেষণা বলছে, সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যের অর্থনীতির চেয়ে নর্দার্ন আয়ারল্যান্ডের অর্থনীতি ভালো করছে৷ এর অন্যতম একটি কারণ নর্দার্ন আয়ারল্যান্ড প্রটোকল বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে৷
আর্থার সুলিভান/জেডএইচ
দেখুন ২০২০ সালের ছবিঘর...