1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাইজ্যাক করে বাসে আগুন আয়ারল্যান্ডে

৮ নভেম্বর ২০২১

বাসটি পুড়ে গেলেও কেউ আহত বা নিহত হননি। ব্রেক্সিট পরবর্তী রাজনীতির কারণেই এ কাজ ঘটেছে বলে অনুমান।

https://p.dw.com/p/42hqH
আয়ারল্যান্ড
ছবি: David Young/PA /empics/picture alliance

উত্তর আয়ারল্যান্ডের শহর নিউটাউনঅ্যাবে। রোববার সন্ধে আটটা নাগাদ সেখানে একটি চলন্ত বাসে উঠে পড়ে চার দুষ্কৃতকারী। বাসে উঠে তারা ঘোষণা করে যে, বাসটি হাইজ্যাক করা হয়েছে। এরপর তাদের নির্দেশেই বাস চালাতে বাধ্য হন চালক। এক জায়গায় পৌঁছে ওই দুষ্কৃতকারীরা সব যাত্রী এবং চালককে বাস থেকে নামতে বলেন। ফাঁকা বাসে এরপর আগুন লাগিয়ে দেওয়া হয়। কেন আগুন লাগানো হলো, কারা একাজ করেছে, এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি স্থানীয় পুলিশ। তবে গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দুষ্কৃতকারীদের এখনো গ্রেপ্তার করা যায়নি।

ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় পুলিশ টুইট করে খবরটি জানায়। যাত্রী এবং চালক আহত না হলেও মানসিকভাবে তাদের অনেকেই ভেঙে পড়েছেন বলে জানা গেছে।

বাস কোম্পানিটির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, চালক মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছেন। তার সহকর্মীরা তাকে দেখছেন। যারা এ কাজ করেছে, তাদের বিরুদ্ধে নিন্দাপ্রস্তাব আনা হয়েছে ওই বিবৃতিতে। পুলিশ যাতে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করে, সে আবেদনও জানানো হয়েছে।

কিছুদিন আগেও উত্তর আয়ারল্যান্ডে এমন একটি ঘটনা ঘটেছিল। যুক্তরাজ্যের সমর্থক এই অঞ্চলের মানুষ। তারই জেরে যুক্তরাজ্যবিরোধী গোষ্ঠী এ কাজ করেছিল বলে সে সময় জানিয়েছিল পুলিশ। এবারের ঘটনার সঙ্গেও তারাই যুক্ত কি না, তা স্পষ্ট নয়। তবে মনে করা হচ্ছে, ওই অঞ্চলের একটি বন্দর ঘিরে যে সমস্যা তৈরি হয়েছে, তার জেরেও এ ঘটনা ঘটতে পারে।

আয়ারল্যান্ডের রাজনীতিবিদরা ঘটনার তীব্র নিন্দা করেছেন। টুইট করে জানানো হয়েছে, যারা এ কাজ করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করা দরকার।

আয়ারল্যান্ডের পরিকাঠামো মন্ত্রী জানিয়েছেন, সাধারণ মানুষের করের টাকায় বাস কেনা হয়। যারা সেই বাস ধ্বংস করলেন, তারা সাধারণ মানুষের ক্ষতি করলেন।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)