আফগানিস্তানে ‘গট ট্যালেন্ট’
১১ জুলাই ২০১৩২০০৫ সাল থেকেই আফগান একটি চ্যানেলে দেখানো হচ্ছে ‘অ্যামেরিকান আইডল'-এর আদলে তৈরি ‘আফগান স্টার' নামের একটি রিয়েলিটি শো৷ সেই থেকে টেলিভিশনের জনপ্রিয়তম অনুষ্ঠানগুলোর মধ্যে এটি একটি৷
এরপর শুরু হয় আরেকটি রিয়েলিটি শো ‘দ্য ভয়েস'৷ আর এবার শোনা যাচ্ছে আগামী অক্টোবর থেকে ওয়ানটিভি-তে শুরু হবে ‘গট ট্যালেন্ট' নামের আরেকটি রিয়েলিটি শো৷
ওয়ানটিভি-র প্রেসিডেন্ট ফাহিম হাশিমি বলছেন, ‘‘বিশ্বের অনেক দেশেই এই শো জনপ্রিয় হয়েছে৷ এর মাধ্যমে আমরা আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলে লুকিয়ে থাকা মেধাবীদের টিভির সামনে নিয়ে আসবো৷''
উল্লেখ্য, বিশ্বের প্রায় ৫৫টি দেশে ‘গট ট্যালেন্ট' শো চলছে৷ ‘এক্স ফ্যাক্টর' খ্যাত ব্রিটিশ টিভি ব্যক্তিত্ব সাইমন কাওয়েল এই শো'র ফরম্যাট তৈরি করেছেন৷
গায়ক, নৃত্যশিল্পী, জাদুকর, কৌতুক অভিনেতা থেকে শুরু করে যে কোনো বিষয়ের মেধাবীরা এই অনুষ্ঠানে অংশ নিতে পারে৷
জেডএইচ/ডিজি (এএফপি)