রিয়েলিটি শো
৬ জুন ২০১৩ঠিক একই দৃশ্যের চিত্রায়ন এবার দেখা গেছে একটি টিভি রিয়েলিটি শো-তে৷ কারণ এর মাধ্যমে একজন ‘প্রেসিডেন্ট'-কেই খোঁজার চেষ্টা চলছে!
বেথলেহেম ভিত্তিক মা'ন টিভি চ্যানেলের এই রিয়েলিটি শো-র নাম ‘দি প্রেসিডেন্ট'৷ ইতিমধ্যে শো-র কয়েকটি পর্ব প্রচারিত হয়ে গেছে৷ এ মাসের ২৫ তারিখে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব৷ আর তার মাধ্যমে ফিলিস্তিনিরা পেয়ে যাবেন একজন নতুন প্রেসিডেন্ট৷ যদিও বাস্তব জীবনের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেছে আট বছর আগে৷ এরপর আর নির্বাচন দেয়া সম্ভব হয়নি৷ কবে হবে সেটাও কেউ বলতে পারছে না৷ ফলে আপাতত ভার্চুয়াল প্রেসিডেন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ফিলিস্তিনিদের৷
শুরুর কথা
মা'ন টেলিভিশন নেটওয়ার্কের পরিচালক রায়েদ ওথম্যানের পরিকল্পনায় এই রিয়েলিটি শো চালু হয়েছে৷ এতে অংশ নিতে প্রায় এক হাজার ফিলিস্তিনি আবেদন করেছিল৷ তাদের মধ্য থেকে ১৫ জনকে বাছাই করে শো-র প্রচার শুরু হয়৷ প্রতিদ্বন্দ্বীদের বয়স ২০ থেকে ৩৫ এর মধ্যে৷ কয়েকটি পর্ব শেষে এখন অর্ধেকেরও কম সংখ্যক প্রতিদ্বন্দ্বী টিকে আছে৷ এর মধ্যে একজন নারীও রয়েছেন৷
নির্বাচন প্রক্রিয়া
পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল ও দর্শকদের দেয়া ভোটের ভিত্তিতে বিজয়ী নির্বাচন করা হচ্ছে৷ বিচারক প্যানেলের সদস্যদের মধ্যে রয়েছেন পিএলও-র প্রখ্যাত নেতা হানান আশরাভি, আরব ইসরায়েলি সাংসদ আহমেদ টিবি ও একজন সাবেক পর্যটনমন্ত্রী৷ প্রতিদ্বন্দ্বীদের প্রত্যেক পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হয়৷ এর মধ্যে রয়েছে পররাষ্ট্রনীতি, মধ্যপ্রাচ্য সংকট, অর্থনীতি ইত্যাদি৷ এছাড়া প্রেসিডেন্টদের কীভাবে টেবিলে বসতে হয় বা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কীভাবে কথা বলতে হবে এমন নানা বিষয়ের উপর প্রতিদ্বন্দ্বীদের প্রশিক্ষণও দেয়া হয়৷
বাস্তব অভিজ্ঞতা
এই রিয়েলিটি শো-টি ব্যাপক জনপ্রিয়তা পাওয়ায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ অনুষ্ঠান কর্তৃপক্ষকে সহায়তার প্রস্তাব দিয়েছে৷ এতে অনুপ্রাণিত হয়ে কর্তৃপক্ষ নতুন নতুন পরিকল্পনা করছে৷ ফলে সামনের পর্বগুলোতে হয়তো প্রতিদ্বন্দ্বীদের বাস্তবের কোনো মন্ত্রীর কার্যালয়ে একদিনের জন্য কাজ করতে দেখা যেতে পারে৷
শেষ কথা...
পাঠক, বাংলাদেশেও এখন নানা বিষয়ে রিয়েলিটি শো হচ্ছে৷ ফিলিস্তিনের মতো এই বিষয়ের উপর কোনো শো হলে কী আপনি দেখতে চাইবেন?
জেডএইচ/ডিজি (এএফপি)