1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রেনেড হামলা

২১ আগস্ট ২০১২

২০০৪ সালের ২১শে আগস্ট এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে ভয়াবহ গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন৷ আহত হন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক ব্যক্তি৷

https://p.dw.com/p/15tek
FILE - In this Tuesday, Sept. 20, 2011 file photo, Bangladesh Prime Minister Sheikh Hasina looks on during the Clinton Global Initiative 2011 Annual Meeting Opening Plenary Session Leaders Dialogue on Climate Change, held at the Sheraton New York Hotel and Towers in New York City. The Bangladesh military has foiled a plot by a group of hardline officers, their retired colleagues and Bangladeshi conspirators living abroad to overthrow the prime minister, a military spokesman announced Thursday Jan. 18, 2012. (Foto:Jennifer Graylock, File/AP/dapd)
ছবি: dapd

এই ভয়াবহ হামলার মূল উদ্দেশ্য ছিল সে সময়ের বিরোধী দলীয় নেত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা৷ নেতা-কর্মীরা তাঁকে মানব ঢাল তৈরি করে রক্ষা করছিলেন৷ তবে তারা আগে কোনোভাবেই বুঝতে পারেননি যে এভাবে ভয়াবহ গ্রেনেড হামলা হতে পারে৷ জানালেন আওয়ামী লীগ নেতা এবং প্রত্যক্ষদর্শী শেখ রাইসুল ইসলাম ময়না৷

সেই হামলায় ২৪ জন নিহত হন৷ আর যারা আহত হয়েছেন, তাদের অনেকই এখন পঙ্গু৷ নাসিমা ফেরদৌসি এবং মাহবুবা পারভীনের মতো অনেকেই এখনো শরীরে গ্রেনেডের স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন৷

হামলার সময় বিএনপি জোট সরকার ছিল ক্ষমতায়৷ ঘটনার পর দু'টি মামলা হয়৷ কিন্তু তখন মামলা ভিন্নখাতে প্রবাহিত করার অভিযোগ ওঠে৷ সাজানো হয় জজ মিয়া নাটক৷ যার মাধ্যমে আওয়ামী লীগকেই তাদের নিজেদের সমাবেশে হামলার জন্য দায়ী করার অপেচষ্টা চালানো হয়৷ বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় মমলার তদন্তে নতুন মোড় নেয়৷ জঙ্গি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে উঠে আসে হাওয়া ভবনের নাম৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মোট ৫২ জনের বিরুদ্ধে চার্যশিট দেয় হয়৷ আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নামও রয়েছে৷ তারেকসহ ১২ জন আসামি পলাতক আছেন৷ তবে এখনো বিচার শুরু হয়নি৷ রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান জানান, এই মামলার আসামিরা আরো কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার আসামি হওয়ায় বিচার শুরু করতে দেরি হচ্ছে৷

blast scene.jpg Bangabandhu Avenue nach dem Anschlag auf die Oppositionsführerin - Shaikh Hasina in Dhaka am 21.08.2004. Sanjiv Burman (4776, Bengalische Redaktion, Sanjiv.Burman@dw-world.de) wuenscht die Einstellung eines Bildes in die DW-Online-Datenbank. Gewuenschter Titel des Bildes: Unruhe in Bangladesch Gewuenschte Bildbeschreibung Bangabandhu Avenue nach dem Anschlag auf die Oppositionsführerin - Shaikh Hasina in Dhaka am 21.08.2004. Gewuenschte Schlagworte: Bangladesch, Hasina, Anschlag Uebertragung der Rechte dieses Bildes an DW-Online This is to declare that the enclosed/attached photograph has been taken by myself and I am the owner of this photograph. It can be included in the DW-Online data bank for use in any of the services of DW-Online. Mizanur Rahman Khan Dhaka, Bangladesh "mizanur rahman khan"
সেই হামলার পর বঙ্গবন্ধু এভিনিউছবি: DW

নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন (অব.) মনে করেন, এই মামলার বিচারের জন্য বিশেষ ট্রাইবুনাল গঠন করা উচিত৷

আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১শে আগস্টে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সর্কস্তরের মানুষ৷ সেখানে প্রধানমন্ত্রী বলেন, একুশে আগস্টের অপরাধীদের অবশ্যই বিচার হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য