1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইপিএলে প্রথম ম্যাচে ব্যর্থ লিটন দাস

২১ এপ্রিল ২০২৩

কেকেআরে সুযোগ পেলেন লিটন দাস, কিন্তু প্রথম ম্যাচে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি।

https://p.dw.com/p/4QNfH
আইপিএলে কেকেআরের হয়ে প্রথম সুযোগ পেয়েও ব্যর্থ লিটন দাস।
আইপিএলে কেকেআরের হয়ে প্রথম সুযোগ পেয়েও ব্যর্থ লিটন দাস। ছবি: Arun Sankar/AFP/Getty Images

ব্যাট হাতে চার রান, একটা ক্যাচ মিস এবং দুইটি স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করা। এই হলো সংক্ষেপে কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচে লিটন দাসের অবদান।

কেকেআর এবার বাংলাদেশ থেকে দুইজন ক্রিকেটারকে নিয়েছিল। সাকিব আল হাসান এবং লিটন দাস। সাকিব আইপিএল খেলতে ভারতে আসেননি। লিটন এসেছেন। আসার আগে তার পারফরমেন্স ছিল যথেষ্ট ভালো।

কলকাতায় আসার পর কয়েকটা ম্যাচে সুযোগ পাননি লিটন। কিন্তু দিল্লির বিরুদ্ধে সুয়োগ পেয়েও চূড়ান্ত ব্যর্থ হলেন। এবার আইপিএলের মঞ্চে নিজেকে প্রমাণ করার প্রথম সুযোগ হাতছাড়া করলেন তিনি।

লিটন দাসের উইকেট পাওয়ার পর মুকেশকে ঘিরে দিল্লির ক্রিকেটারদের উচ্ছ্বাস।
লিটন দাসের উইকেট পাওয়ার পর মুকেশকে ঘিরে দিল্লির ক্রিকেটারদের উচ্ছ্বাস। ছবি: Arun Sankar/AFP/Getty Images

পাঁচটি হারের পর জয়

বৃহস্পতিবার দিল্লির কাছে হেরেছে কেকেআর। পরপর পাঁচটি ম্যাচ হারার পর দিল্লি এবারের মরসুমে প্রথম জয় পেল।

কলকাতার ব্যাটারদের মধ্যে একমাত্র জেসন রয় ছাড়া কেউ রান পাননি। অধিনায়ক নীতীশ রানা, পাঁচ ছক্কা মেরে দলকে আগে জেতানো রিঙ্কু সিং, গত ম্যাচে শতরান করা ভেঙ্কটেশ নায়ার কেউই রান পাননি। আন্দ্রে রাসেল শেষ ওভারে কয়েকটি ছক্কা মারলেও তার রান করার গতি ছিল মন্থর।

উল্টে দিল্লি অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে খেলিয়ে সাফল্য পেল। দুই উইকেট নিলেন তিনি।

কলকাতার অন্যতম প্রধান স্পিনার সুনীল নারাইনও ব্যর্থ।

জিএইচ/এসজি(স্টার স্পোর্টস)