অ্যালাবামা গুলিকাণ্ডে গ্রেপ্তার তিন
২০ এপ্রিল ২০২৩সপ্তাহান্তে অ্যামেরিকার অ্যালাবামায় একটি জন্মদিনের পার্টিতে গুলি চলেছিল। একটি ডান্স ক্লাবে জন্মদিনের পার্টির আয়োজন হয়েছিল। সেখানেই গুলি চলে। চারজনের মৃত্যু হয়। পুলিশ বন্দুকধারীদের খোঁজে তল্লাশি শুরু করেছিল। বুধবার পুলিশের তরফে জানানো হয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতদের বয়স যথাক্রমে ১৬, ১৭ এবং ২০। অর্থাৎ, দুইজন নাবালক। কিন্তু তাদের বিরুদ্ধে সাবালকদের খুনের চার্জ লাগানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। অ্যালাবামার পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, ''যে অপরাধ তারা করেছে, তাতে এই ধারাতেই মামলা করতে হত। আমাদের পক্ষে তাদের মায়ের কাছে গিয়ে বলা সম্ভব নয় যে, ছেলেকে গ্রেপ্তার করা হচ্ছে।'' অ্য়াটর্নি জেনারেল জানিয়েছেন, মার্কিন আইন অনুযায়ী ১৬ বছর পার হয়ে গেলে তাকে আইনের চোখে সাবালক হিসেবেই ধরা হয়। ফলে ওই দুই টিনেজারকে কোনোভাবেই জামিন দেয়া হবে না। তাদের জেলেই থাকতে হবে। বস্তুত, ওই দিনের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছিল এবং অন্তত ৩০ জন আহত হয়েছিলেন। এই সমস্ত চার্জই ধৃত তিনজনের বিরুদ্ধে আনা হয়েছে।
কেন ওই তিন কিশোর সেদিন গুলি চালালো, তা নিয়ে অ্যালাবামার পুলিশ এখনো কোনো মন্তব্য করতে রাজি নয়। তারা জানিয়েছে, তদন্ত চলছে। ধৃতদের জেরা করা হচ্ছে। এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা হবে না।
সপ্তাহান্তে এক উঠতি ফুটবলার তার বোনের ১৬ বছরেরজন্মদিন উপলক্ষে একটি পার্টির আয়োজন করেছিল। অ্যালাবামার একটি ডান্স ক্লাবে পার্টির আয়োজন হয়। সেখানেই আচমকা গুলি ছুঁড়তে শুরু করে ওই তিন কিশোর। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)