1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
অপরাধযুক্তরাষ্ট্র

অ্যামেরিকার স্কুলে নারী বন্দুকধারীর হামলা, মৃত ছয়

২৮ মার্চ ২০২৩

অ্যামেরিকার স্কুলে আবার বন্দুকধারীর হামলা। এবার এক নারী গুলি চালিয়ে তিনজন বাচ্চা ও তিন বয়স্ক মানুষকে হত্যা করেছে।

https://p.dw.com/p/4PL6u
ছবি: Kevin Wurm/REUTERS

সোমবার এই ঘটনাটি ঘটেছে অ্য়ামেরিকার ন্যাশভিল শহরে। আক্রমণকারী নারীর কাছে দুইটি সেমি-অটোমেটিক রাইফেল ও একটি হ্যান্ডগান ছিল। পুলিশ জানিয়েছে, ওই নারীও  পুলিশের গুলিতে মারা গেছে।

স্কুলের নকশা ছিল

আক্রমণকারী নারীর কাছে ওই স্কুলের পুরো নকশা ছিল।  হাতে আঁকা ওই নকশায় কোথা দিয়ে স্কুলে ঢোকা যায় তা দেখানো ছিল। ওই নারীর পরিচয় কী, পুলিশ এখন খুঁজে বের করার চেষ্টা করছে।

ঘটনার পর বাচ্চাদের স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে।
ঘটনার পর বাচ্চাদের স্কুল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: Jonathan Mattise/AP/picture alliance

এই কনভেন্ট স্কুলে প্রিস্কুল থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত ক্লাস হয়। প্রায় দুইশ ছাত্রছাত্রী সেখানে পড়ে। যে তিনজন পড়ুয়া গুলিতে মারা গেছে, সকলের বয়স নয় বছর। এছাড়া স্কুলের তিনজন কর্মীও মারা গেছেন।

ন্যাশভিলের পুলিশ প্রধান জন ড্রেক বলেছেন, ''বাচ্চাদের দেখে আমি চোখের জল সামলাতে পারিনি।'' তিনি জানিয়েছেন, ''আক্রমণকারী নারী ওই স্কুলেরই ছাত্রী ছিল।  তার কাছে কিছু কাগজপত্র পাওয়া গেছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই দিনের সঙ্গে ও স্কুলের কোনো ঘটনার সঙ্গে তার কোনো যোগ ছিল কি না, তাও দেখা হচ্ছে।''

খবর পেয়ে পুলিশ  দ্রুত স্কুলে পৌঁছয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত স্কুলে পৌঁছয়। ছবি: Andrew Nelles/The Tennessean/AP/picture alliance

শহরের মেয়র জন ড্রেক বলেছেন, খুবই দুঃখের ঘটনা। পুরো শহর শোকপালন করছে।

বাইডেনের আবেদন

প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, ''এবার অন্তত অস্ত্র আইন কড়া করা হোক।'' বাইডেনের প্রেস সেক্রেটারি বলেছেন, ''আর কতজন বাচ্চাকে এভাবে হত্য়া করা হবে, তারপর রিপাবলিকানরা উদ্য়োগী হবে এবং অ্যাসল্ট অস্ত্রের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।''

উডমন্ট ব্যাপটিস্ট চার্চে পৌঁছান অবিভাবকরা।
উডমন্ট ব্যাপটিস্ট চার্চে পৌঁছান অবিভাবকরা। ছবি: Molly Davis/USA TODAY Network/IMAGO

কে-২ স্কুল ডেটাবেস জানাচ্ছে, ২০২৩ সালে এখনো পর্যন্ত ৮৯ বার অ্য়ামেরিকার স্কুলে গুলি চলেছে। যখনই কোনো স্কুল চত্বরে গুলি চলে, তখনই তা স্কুলে গুলির ঘটনা বলে চিহ্নিত করে এই সংস্থা।

গতবছর ৩০৩ বার স্কুলে গুলি চলেছিল। ১৯৭০ সাল থেকে এই সংস্থা হিসাব রাখছে। তাদের হিসাব বলছে, গতবছর সবচেয়ে বেশি স্কুলে গুলির ঘটনা ঘটেছে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)