অ্যামেরিকায় হাউস রিপাবলিকানদের
১৭ নভেম্বর ২০২২ভোটগণনা শুরুর এক সপ্তাহ পর খবরটা এলো। হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২১৮টি আসন পেয়েছে রিপাবলিকানরা। ডেমোক্র্যাটরা পেয়েছে ২১১টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টা আসনই দরকার ছিল।
এবার হাউসের স্পিকারের পদটি পাবে রিপাবলিকানরা। ন্যান্সি পেলোসি আর স্পিকার থাকতে পারবেন না। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান গভর্নর কেভিন ম্যাকার্থি এই দৌড়ে এগিয়ে। ম্যাকার্থি বলেছেন, রিপাবলিকানরা হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জেনে তিনি খুবই খুশি। অ্যামেরিকানরা নতুন দিশায় যেতে চাইছেন। হাউসে রিপাবলিকানরা তার জন্য তৈরি।
বাইডেনের অভিনন্দন
বাইডেন বলেছেন, মধ্যবর্তী নির্বাচন দেখিয়ে দিয়েছে অ্যামেরিকার গণতন্ত্রের শক্তি কতখানি। এই ফল রাজনৈতিক সহিংসতা ও ভয় দেখানোর রাজনীতিকে খারিজ করে দিয়েছে।
বাইডেন বলেছেন, তিনি হাউসে রিপাবলিকান নেতা ম্যাকার্থিকে অভিনন্দন জানাচ্ছেন। রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তিনি তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে তৈরি। বিশেষ করে শ্রমজীবী মানুষের জন্য তিনি কাজ করতে চান।
বাইডেন সোজাসাপটা বলেছেন, ''আমি যে কোনো কারো সঙ্গে কাজ করতে চাই। রিপাবলিকান হোক বা ডেমোক্র্যাট। আমি চাই অ্যামেরিকার মানুষের জন্য কাজ করতে।''
বুধবারই জানা গেছে ডনাল্ড ট্রাম্প আবার ২০২৪-এ রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য লড়বেন। তার পরের দিনই রিপাবলিকানদের সেনেট জয়ের খবর এলো।
কী করতে পারবে রিপাবলিকানরা?
রিপাবলিকানদের রেড ওয়েভ বা লাল ঝড় হয়নি। তারা কোনোমতে হাউসে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। কিন্তু এরপরও তারা বাইডেনকে বিপাকে ফেলতে পারবে। বাইডেনের অনেক পরিকল্পনার বিরোধিতা করতে পারবে, বানচালও করতে পারবে। তারা প্রশাসনিক তদন্তের নির্দেশ দিতে পারবে।
ডেমোক্র্যাটদের কাছে একটাই আশার কথা, ট্রাম্পের অনেক ঘনিষ্ঠ অনুগামী হেরেছেন।
মধ্যবর্তী নির্বাচন ছিল কংগ্রেসের প্রতিনিধিদের, স্টেটে গভর্নর ও অন্য়ান্য পদে প্রতিনিধি বাছই করার জন্য। এর পরের বড় নির্বাচন হলো প্রেসিডেন্ট নির্বাচন। ২০২৪-এর প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দুই শিবির এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাদের সব সিদ্ধান্ত এখন সেই লক্ষ্যেই হবে।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)