মার্কিন প্রতিনিধি পরিষদ কার নিয়ন্ত্রণে যাচ্ছে?
১৪ নভেম্বর ২০২২সবশেষ হিসাবে রিপাবলিকানরা প্রতিনিধি পরিষদের ২১১টি আসন পেয়েছে৷ ডেমোক্রেটরা পেয়েছে ২০৬টি৷ পরিষদের নিয়ন্ত্রণ পেতে ২১৮টি আসন প্রয়োজন৷
আরও প্রায় ১৮টি আসনে ফল ঘোষণা বাকি আছে৷ এর মধ্যে ১৩টিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স৷ তারা নিরপেক্ষ পূর্বাভাস প্রদানকারী কয়েকটি সংস্থার তথ্যের ভিত্তিতে এই খবর দিয়েছে৷ দশটি আসন উদারপন্থি ক্যালিফোর্নিয়ার বলেও জানিয়েছে রয়টার্স৷
এদিকে অ্যারিজোনার গভর্নর পদেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে৷ সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট গভর্নর প্রার্থী ক্যারি লেক ডেমোক্রেট প্রার্থীর চেয়ে কিছুটা পিছিয়ে আছেন৷
সেনেটে হারার পর রিপাবলিকানরাএখন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ চাইছেন৷ এতে সফল হলে তারা আগামী দুই বছর প্রেসিডেন্ট বাইডেনের বিভিন্ন রাজনৈতিক ইস্যু বাস্তবায়নে বাধা দিতে পারবেন৷ এছাড়া ‘‘আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত, করোনার উৎস ও লকডাউন এবং বাইডেনের পরিবারের কিছু সদস্যের বিরুদ্ধে তদন্ত শুরু করা হবে,'' বলে রোববার ফক্স নিউজকে জানিয়েছেন ইন্ডিয়ানার রিপাবলিকান কংগ্রেসম্যান জিম ব্যাংকস৷
শনিবার নেভাদা রাজ্যের সেনেটে ডেমোক্রেট প্রার্থীর জয়ের মাধ্যমে সেনেটে ডেমোক্রেটদের আধিপত্য নিশ্চিত হয়৷ বর্তমান হিসাব অনুযায়ী একশ আসনের সেনেটে ডেমোক্রেটরা ৫০ ও রিপাবলিকানরা ৪৯টি আসনে আছেন৷ ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জর্জিয়ার সেনেট রান-অফে রিপাবলিকান প্রার্থী জিতলে ৫০-৫০ হয়ে যাবে৷ সেক্ষেত্রে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভোট নিয়ে ডেমোক্রেটদের সেনেটে নিয়ন্ত্রণ নিশ্চিত হবে৷
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীরা ভাল করতে পারেননি৷ ফলে তার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে৷ মঙ্গলবার তার ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করার কথা৷
জেডএইচ/কেএম (রয়টার্স)