‘অ্যামেরিকা আবার ফিরে আসবে'
১৮ ফেব্রুয়ারি ২০১৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যামেরিকার সহযোগীদের সঙ্গে কী পরিমাণ ব্যবধান সৃষ্টি করেছেন, তার স্পষ্ট পরিচয় পাওয়া গেল সপ্তাহান্তে, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে৷ ট্রাম্প নিজে আসেননি, পাঠিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স-কে৷ শুক্রবার বাভেরিয়ার বিধানসভা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ৪৮তম মার্কিন প্রেসিডেন্টের শুভেচ্ছাবার্তা উচ্চারণ করার পর করতালির বদলে শীতল নীরবতা শোনা গেছে৷ চারদিনের ইউরোপ সফরে পেন্স প্রায় সব প্রশ্নেই ট্রাম্প প্রশাসনের একতরফা নীতি জোরালোভাবে তুলে ধরেন এবং সহযোগীদের তা মেনে চলার প্রচ্ছন্ন ‘নির্দেশ' দেন৷ অথচ ইরান, ভেনেজুয়েলা থেকে শুরু করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি মানতে নারাজ সহযোগীরা৷
এর আগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশ সফরে মাইক পেন্স ইরানের উপর একতরফা মার্কিন নিষেধাজ্ঞার পক্ষে সওয়াল করেন এবং ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে তা অমান্য করার অভিযোগ করেন৷ ইইউ এখনো ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ ভেনেজুয়েলার কংগ্রেস নেতা হুয়ান গুইয়াদো-কে সে দেশের প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করেন৷ উল্লেখ্য, ইইউ গুইয়াদো-কে শুধু অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে মেনে নিয়ে সে দেশে নির্বাচনের ডাক দিয়েছে৷
শনিবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মিউনিখে আন্তর্জাতিক রাজনৈতিক কাঠামো মেনে চলার পক্ষে জোরালো সওয়াল করেন৷ তাঁর মতে, বিশেষ করে বর্তমানে অসংখ্য সংকটের প্রেক্ষাপটে এই সব কাঠামো মেনে চলা আরও জরুরি হয়ে উঠেছে৷ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প-এর খামখেয়ালী ‘একলা চলো রে' নীতির সম্পূর্ণ বিপরীত অবস্থান তুলে ধরলেন ম্যার্কেল৷ অ্যামেরিকা ও রাশিয়ার মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের লক্ষ্যে আইএনএফ চুক্তি বাতিল করার বদলে চীনকেও তাতে শামিল করার পক্ষে সওয়াল করেন জার্মান চ্যান্সেলর৷ বলা বাহুল্য, মার্কিন ভাইস প্রেসিডেন্ট পেন্স ম্যার্কেল-এর বক্তব্যের তীব্র বিরোধিতা করেন৷
ট্রাম্প প্রশাসন সম্পর্কে যত বৈরি মনোভাব সৃষ্টি হোক না কেন, অ্যামেরিকার সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের বিষয়ে আশার আলো দেখালেন সে দেশের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন৷ তিনি বলেন, ট্রাম্প-এর কার্যকাল শেষ হলে আবার সবকিছু ঠিক হয়ে যাবে৷ তাঁর ভাষায়, ‘অ্যামেরিকা উইল বি ব্যাক এগেন'৷ এমন বার্তা শুনে অতিথি অভ্যাগতরা উঠে দাঁড়িয়ে করতালি দেন৷
এসবি/জেডএইচ (রয়টার্স, ডিপিএ)