অস্ত্র বিতর্কে জার্মান মন্ত্রীর পদত্যাগ
১৮ নভেম্বর ২০২০এক অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে ২০১৮ সালে শিকারের জন্য পিস্তল কিনেছিলেন কাফিয়ের৷ পরে জানা যায় এ অস্ত্র বিক্রেতা জার্মানির উগ্রপন্থি দল নর্ডক্রুয়েজের সদস্য৷ দীর্ঘদিন ধরেই কর্তৃপক্ষের সন্দেহের তালিকায় ছিলেন এ ব্যবসায়ী৷ ২০১৯ সালে উগ্রপন্থি দলের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত হয় সরকার৷
এমন ব্যবসায়ী থেকে অস্ত্র কেনার ফলে জার্মান মন্ত্রীর উগ্রপন্থি দলের সাথে যোগাযোগ আছে বলে অভিযোগ করেন কেউ কেউ৷
সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন কাফিয়ের৷ অবশ্য উগ্রপন্থি দলের সাথে যোগযোগের অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷
অস্ত্র কেনার বিষয়ে কাফিয়ের বলেন, ‘‘এ বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি৷ তবে আমি দুঃখ প্রকাশ করছি অস্ত্র কেনার জন্য নয়, কেনার প্রক্রিয়াটির জন্য৷ আমি এমন একজন থেকে অস্ত্র কিনেছি যার কাছ থেকে আমার এটি কেনা উচিত হয়নি৷’’
স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি রাজ্যের গোয়েন্দা দপ্তরের কার্যক্রম দেখাশোন করতেন৷ ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত কাফিয়ের খ্রিষ্টিয় গণতন্ত্রী দলের রাজ্যে প্রধানের দায়িত্ব পালন করেছেন৷
আরআর/কেএম (এপি, ডিপিএ)
গতবছর মার্চের ছবিঘরটি দেখুন...