1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হাঙর বিশেষজ্ঞ

১০ সেপ্টেম্বর ২০১২

১৯৭৫ সালের ব্লকবাস্টার মুভি ‘জস’৷ বাংলায় যার অর্থ দাঁড়ায় চোয়াল৷ ‘জুরাসিক পার্ক’ খ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ এই ছবিটি পরিচালনা করেছেন৷

https://p.dw.com/p/165vJ
ছবি: picture alliance/WILDLIFE

একটি সাদা হাঙরের আক্রমণ ও তা থেকে বাঁচার কাহিনি নিয়ে ফিকশনধর্মী এই ছবিটি তৈরি হয়েছিল৷ তাতে ছিল বেশ কিছু ভয়ংকর দৃশ্য৷ এই দৃশ্যগুলোকে বাস্তব করতে পরিচালক স্পিলবার্গ একজনের সহায়তা নিয়েছিলেন, যার নাম রন টেলর৷ তিনি একজন হাঙর বিশেষজ্ঞ৷ রবিবার ৭৮ বছর বয়সে টেলর তাঁর দেশ অস্ট্রেলিয়ায় মারা যান৷ তিনি ‘মাইলয়েড লিউকেমিয়া'র রোগী ছিলেন৷

স্ত্রী ভ্যালেরি টেলরের সঙ্গে মিলে রন টেলর সাগরের তলদেশের পরিবেশ ও সেখানকার জীবজন্তুর অনেক ছবি তুলেছেন৷ এক্ষেত্রে তাঁদেরকে ‘পথ প্রদর্শক' বলা হয়৷

অবশ্য শুরুতে বর্শা দিয়ে হাঙর শিকার করতেন টেলর৷ এই কাজে তিনি সেরা ছিলেন৷ পরে একসময় জীবজন্তুকে না মেরে সেগুলো রক্ষার কাজে মনোযোগ দেন৷ এর কারণ হিসেবে অস্ট্রেলিয়ার একটি টিভি চ্যানেলকে টেলর বলেছিলেন, ‘‘হঠাৎ একদিন আমি চিন্তা করে দেখলাম যে, এভাবে বল্লম দিয়ে নিরীহ প্রাণী হত্যা করাটা ঠিক নয়৷ সেদিন থেকে আমি আর ঐ কাজে যায় নি৷''

কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই বড়সড় একটি সাদা হাঙরের ছবি তুলেছিলেন রন টেলর৷ এভাবে অনেক কিছুরই ছবি তুলেছেন তিনি৷ তবে এসব কাজ করতে গিয়ে বেশ কয়েকবার হাঙরের আঁচড়ও খেতে হয়েছে তাঁকে৷

জীববৈচিত্র্য রক্ষায় অবদানের জন্য ২০০৩ সালে টেলরকে ‘অর্ডার অফ অস্ট্রেলিয়া' খেতাব দেয়া হয়েছিল৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য